চেন্নাই, 9 জুন: ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন ৷ এবার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে জন শতাব্দী এক্সপ্রেস লাইনচ্যুত হল ৷ তবে, রেলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনার সময় ট্রেনটি ফাঁকা ছিল এবং সেটি কার্শেডে ফিরছিল ৷ সেই সময় বেসিন ব্রিজ ওয়ার্কশপের কাছে জন শতাব্দী এক্সপ্রেসের 2টি চাকা লাইন থেকে নেমে যায় ৷ ট্রেনটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসেছিল ৷ প্রায় 2 ঘণ্টার চেষ্টায় ট্রেনের 2টি চাকা ফের লাইনে তোলা হয় ৷
জানা গিয়েছে, বিজয়ওয়াড়া থেকে রাতে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢোকে জন শতাব্দী এক্সপ্রেস ৷ ট্রেনের সব যাত্রী নেমে যাওয়ার পর সেটিকে বেসিন ব্রিজ ওয়ার্কশপের কার্শেডে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় দু’টি চাকা লাইন থেকে সরে যায় ৷ গতি কম থাকা সত্ত্বেও কীভাবে লাইনচ্যুত হল চাকা দু’টি ? সেই প্রশ্ন উঠছে ৷ রেল আধিকারিক ও পুলিশের তরফে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ সম্প্রতি বালাসোর রেল দুর্ঘটনার পর গতকাল জন শতাব্দী এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত হওয়ায় বেশ তোলপাড় পড়ে যায় চেন্নাই সেন্ট্রাল-সহ দক্ষিণ রেলে ৷