শ্রীনগর, 22 মে :মারা গিয়েছেন 10 জন শ্রমিক ৷ মৃতদের পরিবারপিছু 16 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হল ৷ বৃহস্পতিবার, 19 মে রাতে রামবান জেলায় জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে নির্মীয়মান টানেলে ধস নেমে চাপা পড়েন শ্রমিকেরা ৷ সেদিনই একজন শ্রমিক প্রাণ হারান ৷ এরপর শনিবার উদ্ধারকার্যে নেমে বাকিদের মৃতদেহ মেলে ৷ এর মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের, জম্মু-কাশ্মীরের দু'জন, নেপালেরও দু'জন এবং অসমের একজন শ্রমিক রয়েছেন ৷ এত গভীর দুঃখ প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Jammu-Kashmir Tunnel Incident died compensation Rs 16 Lakh announced by Construction Company) ৷
রামবানের ডেপুটি কমিশনারের (Deputy Commissioner, Ramban) অফিস থেকে একটি টুইট করে জানানো হয়েছে, "মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রীমনোজ সিনহা নির্মাণকারী কোম্পানিকে প্রত্যেক মৃতের পরিবারপিছু 15 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এনএইচ44-এ এই দুর্ঘটনাটি ঘটে ৷ মাননীয় গভর্নর তাঁর ত্রাণতহবিল থেকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন ৷"