শ্রীনগর, 8 মে: জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার (LeT militants killed in Kulgam encounter)৷ কুলগাম জেলায় বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল 2 লস্কর-ই-তৈবা জঙ্গির (Kulgam encounter)৷
কুলগামের (Jammu and Kashmir news) দেবসারের চেয়ান এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে আজ ভোর রাতে অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর 9 আরআর জওয়ান ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী ৷ বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জওয়ানরা ৷ এর পরই দু পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয় ৷ বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে দু জন লস্কর জঙ্গির ৷