পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

School Girl Video Message to PM: 'প্লিজ মোদিজি একটা ভালো স্কুল করে দিন না !' প্রধানমন্ত্রীকে ভিডিয়ো বার্তা ছোট্ট সীরতের

নরেন্দ্র মোদিকে ভিডিয়ো বার্তা ছোট্ট সীরত নাজের ৷ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সীরতের স্কুলের বেহাল দশা ৷ ভিডিয়ো বার্তায় 'মোদিজি'কে সেকথাই জানিয়েছে সে ৷ সীরতের দাবি, "প্লিজ মোদিজি, আপনি তো সকলের কথা শোনেন ৷ এবার আমার কথা শুনুন ৷ আমাদের একটা ভালো স্কুল তৈরি করে দিন না !"

Jammu and Kashmir School Girl Video Message to PM Narendra Modi goes viral on Social Media
প্রধানমন্ত্রীকে ভিডিয়ো বার্তা

By

Published : Apr 14, 2023, 2:19 PM IST

Updated : Apr 14, 2023, 5:09 PM IST

প্রধানমন্ত্রীকে ভিডিয়ো বার্তা ছোট্ট সীরতের

কাঠুয়া (জম্মু ও কাশ্মীর), 14 এপ্রিল: পাঁচবছর ধরে তৈরি হচ্ছে স্কুলের দোতলা ভবন ! এখনও তার কাজ শেষ হয়নি ! তাই কচিকাঁচাদের বসতে হয় টিনের ছাউনি দেওয়া ছোট স্কুলবাড়ির অপরিষ্কার বারান্দায় ! ক্লাস চলে সেখানেই ! তাতে নোংরা হয় স্কুলের ইউনিফর্ম ৷ তার জন্য রোজ তিরস্কার শুনতে হয় মায়ের কাছে ! দিনের পর দিন একই ঘটনায় বেজায় বিরক্ত আর হতাশ ছোট্ট সীরত নাজ ৷ তাই সে ঠিক করে, দেশের সবথেকে ক্ষমতাধর মানুষটিকেই জানাবে নিজের সমস্যা ! যেমন ভাবা, তেমনই কাজ ৷ স্মার্টফোন হাতে সটান স্কুলে পৌঁছে যায় সীরত ৷ সেখানেই ভিডিয়ো রেকর্ডিং শুরু করে দেয় ছোট্ট মেয়েটা ৷ উদ্দেশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দেওয়া ! ভিডিয়োয় সীরতকে বলতে শোনা যায়, "প্লিজ মোদিজি, আপনি তো সকলের কথা শোনেন ৷ এবার আমার কথা শুনুন ৷ আমাদের একটা ভালো স্কুল তৈরি করে দিন না !"

সীরতের এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করা হয়েছে ৷ আদো আদো গলায় যেভাবে সীরত নিজেই তার সারা স্কুল ঘুরিয়ে দেখিয়েছে, নিজের সমস্য়ার কথা নির্দ্বিধায় এবং অত্যন্ত সাবলীলভাবে দেশের সবথেকে ক্ষমতাধর মানুষটিকে বলেছে, নিজের দাবি জানিয়েছে তাঁর কাছে, তা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের ৷ ফেসবুকে দেদার 'শেয়ার' করা হচ্ছে ভিডিয়োটি ৷ 'কমেন্ট সেকশন'-এ মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে ৷ সীরত যেভাবে তার স্কুলের বেহাল দশা, পাঁচবছরেও স্কুলভবনের কাজ শেষ না হওয়া নিয়ে নিজের মতো করে সরব হয়েছে, তা যেকোনও তাবড় আন্দোলনকারীকেও অবাক করে দেবে ৷ তার সরল, সাবলীল কিন্তু অত্যন্ত যুক্তিযুক্তি আবেদন আর বুদ্ধিমত্তার তারিফ করছে তমাম নেটদুনিয়া ৷

আরও পড়ুন:দোহায় ভারতীয় মুদ্রায় কেনাকাটা, মোদিকে কুর্নিশ মিকার

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছোট্ট সীরত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহারি-মালহর গ্রামের বাসিন্দা ৷ প্রথমে স্থানীয় একটি সংবাদ পোর্টালে এই ভিডিয়োটি পোস্ট করা হয় ৷ ইতিমধ্যেই 20 লক্ষ মানুষ এই ভিডিয়োটি দেখে ফেলেছেন ৷ এখনও পর্যন্ত ভিডিয়োটি 'লাইক' করেছেন 1 লক্ষ 16 হাজার মানুষ ৷ সব মিলিয়ে ভিডিয়োটির দৈর্ঘ্য 4 মিনিট 34 সেকেন্ড ৷ সেই ভিডিয়োর প্রথমেই নিজের পরিচয় দিয়েছে সীরত ৷ তারপর সরাসরি 'মোদিজি'কে তার বার্তা জানিয়েছে ৷ তাদের স্কুলের অবস্থা যে কতটা শোচনীয়, তা বোঝাতে স্কুল চত্বরের সব জায়গায় ছবি তুলে ধরেছে সে ৷ তার উপস্থাপনা অডিয়ো-ভিস্যুয়াল মিডিয়ার পোড় খাওয়া যেকোনও সাংবাদিককে টেক্কা দেবে ! এখন দেখার, তার এই প্রয়াসে 'মোদিজি' কী পদক্ষেপ করেন !

Last Updated : Apr 14, 2023, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details