কাঠুয়া (জম্মু ও কাশ্মীর), 14 এপ্রিল: পাঁচবছর ধরে তৈরি হচ্ছে স্কুলের দোতলা ভবন ! এখনও তার কাজ শেষ হয়নি ! তাই কচিকাঁচাদের বসতে হয় টিনের ছাউনি দেওয়া ছোট স্কুলবাড়ির অপরিষ্কার বারান্দায় ! ক্লাস চলে সেখানেই ! তাতে নোংরা হয় স্কুলের ইউনিফর্ম ৷ তার জন্য রোজ তিরস্কার শুনতে হয় মায়ের কাছে ! দিনের পর দিন একই ঘটনায় বেজায় বিরক্ত আর হতাশ ছোট্ট সীরত নাজ ৷ তাই সে ঠিক করে, দেশের সবথেকে ক্ষমতাধর মানুষটিকেই জানাবে নিজের সমস্যা ! যেমন ভাবা, তেমনই কাজ ৷ স্মার্টফোন হাতে সটান স্কুলে পৌঁছে যায় সীরত ৷ সেখানেই ভিডিয়ো রেকর্ডিং শুরু করে দেয় ছোট্ট মেয়েটা ৷ উদ্দেশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দেওয়া ! ভিডিয়োয় সীরতকে বলতে শোনা যায়, "প্লিজ মোদিজি, আপনি তো সকলের কথা শোনেন ৷ এবার আমার কথা শুনুন ৷ আমাদের একটা ভালো স্কুল তৈরি করে দিন না !"
সীরতের এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করা হয়েছে ৷ আদো আদো গলায় যেভাবে সীরত নিজেই তার সারা স্কুল ঘুরিয়ে দেখিয়েছে, নিজের সমস্য়ার কথা নির্দ্বিধায় এবং অত্যন্ত সাবলীলভাবে দেশের সবথেকে ক্ষমতাধর মানুষটিকে বলেছে, নিজের দাবি জানিয়েছে তাঁর কাছে, তা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের ৷ ফেসবুকে দেদার 'শেয়ার' করা হচ্ছে ভিডিয়োটি ৷ 'কমেন্ট সেকশন'-এ মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে ৷ সীরত যেভাবে তার স্কুলের বেহাল দশা, পাঁচবছরেও স্কুলভবনের কাজ শেষ না হওয়া নিয়ে নিজের মতো করে সরব হয়েছে, তা যেকোনও তাবড় আন্দোলনকারীকেও অবাক করে দেবে ৷ তার সরল, সাবলীল কিন্তু অত্যন্ত যুক্তিযুক্তি আবেদন আর বুদ্ধিমত্তার তারিফ করছে তমাম নেটদুনিয়া ৷