পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Baramulla Encounter: পাক সেনার গুলিবর্ষণের আড়ালে 3 জঙ্গিকে বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিলেন ভারতীয় জওয়ানরা - Brigadier PMS Dhillon on Baramulla Encounter

Brigadier PMS Dhillon on Baramulla Encounter: ব্রিগেডিয়ার পিএমএস ধিলোঁ জানালেন যে, পাকিস্তানের সেনাবাহিনী গুলিবর্ষণের আড়ালে তিন জঙ্গিকে বারামুলার উরি শহর দিয়ে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল । শনিবার নিরাপত্তা বাহিনী তিন অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে ৷

Brigadier PMS Dhillon
ব্রিগেডিয়ার পিএমএস ধিলোঁ

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 11:31 AM IST

বারামুলা, 17 সেপ্টেম্বর: পাকিস্তানি সেনা ও জঙ্গিদের মধ্যে আঁতাত নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান আরও জোরালো হল শনিবারের এনকাউন্টারে ৷ এতে আরও একবার জম্মু ও কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিদের চক্রান্তের বিষয়টি সামনে এনেছে ৷ পাক সেনার গোলাগুলির মধ্যে দিয়ে জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করানোর প্রচেষ্টার কথা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পীর পাঞ্জাল ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার পিএমএস ধিলোঁ ৷ তিনি জানান, সেই অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হলেও প্রতিবেশী দেশের প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর অশুভ প্রচেষ্টার বহিঃপ্রকাশ ঘটেছে ৷ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দিল্লি বারবার যে অভিযোগ করে আসে, তাকে আরও জোরালো করেছে ধিলোঁর দাবি ৷

ব্রিগেডিয়ার পিএমএস ধিলোঁ বলেন যে, পাকিস্তানের বাহিনী তিন জঙ্গির একজনকে কভারিং ফায়ার দিয়েছে, যারা বারামুলা জেলার উরি শহরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতে দেহ পুনরুদ্ধারের চেষ্টা করেছিল । শনিবার নিরাপত্তা বাহিনী তিন অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে ৷

ভারতীয় সেনাবাহিনীর পীর পাঞ্জাল ব্রিগেডের কমান্ডার আরও বলেন, তিন অনুপ্রবেশকারী নিহত হওয়ায় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, সীমান্তের ওপার থেকে গুলি চালানোর কারণে বাধাপ্রাপ্ত হওয়ায় মাত্র দুটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । তৃতীয় জনের দেহ উদ্ধার হয়নি ৷

ব্রিগেডিয়ার ধিলোঁ বলেন, "নির্দিষ্ট ইনপুটের উপর ভিত্তি করে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে একটি অনুপ্রবেশের প্রচেষ্টা আজ ব্যর্থ করেছে । 3 সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করেছিল । দুই সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তৃতীয় জঙ্গিকে হত্যা করা হয়েছে কিন্তু এলওসি-তে আশপাশে পাক পোস্ট থেকে গুলি ছুড়ে দেহ উদ্ধারে বাধা দেওয়া হয়েছে ৷ অনুসন্ধান অভিযান চলছে ৷"

পাকিস্তান সেনাপোস্ট গুলিবর্ষণ করে ভারতের দিকে জঙ্গিদের অনুপ্রবেশে সহযোগিতা করে ৷ ধিলোঁর কথায়, "ভারতের প্রায় 300-400 মিটার বনাঞ্চলের ভিতরে জঙ্গিরা ঢুকে পড়ে এবং আমাদের হিসেব অনুযায়ী সেখানেই এক জঙ্গিকে হত্যা করা হয় ও দেহটি সেখান থেকেই উদ্ধার করা হয় । আবহাওয়া খুব খারাপ ছিল । এই কারণে কোনও স্পষ্টতা না থাকলেও দুপুর 2টা পর্যন্ত এই এলাকায় আরও অভিযান ও তল্লাশি চলছে । অপারেশন প্রাথমিকভাবে 2 টায় বন্ধ হয়েছে ৷"

আরও পড়ুন:অনন্তনাগে চতুর্থদিন, শনির সকালে উরিতে এনকাউন্টারে নিহত 3 জঙ্গি

অপারেশন চলাকালীন, অনুপ্রবেশের প্রচেষ্টায় থাকা জঙ্গিদের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনী এবং কাশ্মীর পুলিশ ভারত ও পাকিস্তানের উভয় ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং মুদ্রার একটি বিশাল নগদ উদ্ধার করেছে । জঙ্গিদের সঙ্গে প্রথমে গুলির লড়াই চলে প্রায় দুই ঘণ্টা । সকাল 6.40 থেকে 8.40 পর্যন্ত। এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী ইউবিজিএল, এমজিএলএস ও রকেট লঞ্চ ব্যবহার করে এবং এই সময়ই একজন জঙ্গিকে খতম করা হয় ৷ এর পরে, সেখানে উপস্থিত অ্যাম্বুশ দলগুলি লক্ষ্য করে যে, আহত জঙ্গি তাঁর গতিবিধি কিছুটা পরিবর্তন করেছে । তাই সেই অনুযায়ী বাহিনী সিদ্ধান্ত নেয় এবং প্রায় 9.25-এর দিকে দ্বিতীয় লড়াই শুরু হয় । এই গোলাগুলি প্রায় আধঘণ্টা ধরে চলে, তখনই দ্বিতীয় জঙ্গি মারা যায় । এই সময়ে তৃতীয় জঙ্গি আহত হয়েছিল, তার নিকটবর্তী পাকিস্তান সেনাবাহিনীর পোস্টের ফার্মহাউস বোর্ড তাঁকে সহায়তা করে ৷"

ABOUT THE AUTHOR

...view details