বানিহাল (জম্মু ও কাশ্মীর), 26 জানুয়ারি:কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Omar Joins Bharat Jodo Yatra) যোগ দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ (Omar Abdullah joins Bharat Jodo Yatra)৷ তাঁর দাবি, রাহুল গান্ধির নেতৃত্বাধীন পদযাত্রা কংগ্রেস নেতার ভাবমূর্তি পরিবর্তনের জন্য নয়, বরং পরিস্থিতি এবং দেশের পরিবেশ পরিবর্তন করার জন্য করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়ে কংগ্রেসের অবস্থান কী, তার মধ্যে তিনি যেতে চান না বলে জানিয়েছেন ওমর (Jammu And Kashmir News)৷
দেশের ভাবমূর্তির জন্য যাত্রায় যোগ ওমরের: শুক্রবার ভারত জোড়ো যাত্রার সঙ্গে শ্রীনগর থেকে 120 কিলোমিটার দূরে হাইওয়ে শহরে পৌঁছনোর পর সাংবাদিকদের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য রাহুল গান্ধির ভাবমূর্তি উন্নত করা নয় বরং দেশের পরিস্থিতির উন্নতির জন্য এই যাত্রা ৷" আবদুল্লাহ বলেছেন, দেশের ভাবমূর্তি নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ায় তিনি যাত্রায় যোগ দিয়েছেন । তাঁর কথায়, "আমরা কোনও ব্যক্তির ভাবমূর্তির জন্য নয়, দেশের ভাবমূর্তির জন্য এতে যোগ দিয়েছি ।"
'সংসদে সংখ্যালঘু সদস্য নেই': এনসি নেতা এ দিন আরও বলেন যে, রাহুল গান্ধি ব্যক্তিগত কারণে যাত্রা শুরু করেননি ৷ দেশে সাম্প্রদায়িক উত্তেজনা এবং সংখ্যালঘুদের টার্গেট করার প্রচেষ্টা নিয়ে তাঁর উদ্বেগের কারণে এই যাত্রা । ওমর বলেছেন, "এই সরকার হয়তো আরব দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করছে কিন্তু বাস্তবতা হল দেশের বৃহত্তম সংখ্যালঘুদের কোনও প্রতিনিধি এই সরকারে নেই । স্বাধীনতার পর হয়তো প্রথমবার লোকসভা বা রাজ্যসভায় শাসক দলের একজন সংসদ সদস্যও মুসলিম সম্প্রদায় থেকে নেই । এতেই তাদের মনোভাব স্পষ্ট হয় ৷"