পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Militant killed in Anantnag encounter : অনন্তনাগে বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াই, খতম জঙ্গি - অনন্তনাগে এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir encounter) অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির (Militant killed in Anantnag encounter) ৷ জঙ্গিরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা ৷

jammu-and-kashmir-militant-killed-in-anantnag-encounter
অনন্তনাগে বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াই, খতম জঙ্গি

By

Published : Dec 24, 2021, 10:07 AM IST

শ্রীনগর, 24 ডিসেম্বর:আবারও এনকাউন্টার ভূস্বর্গে ৷ জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir encounter) অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল এক জঙ্গির (Militant killed in Anantnag encounter) ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া শেষ খবরে জানা গিয়েছে যে, এখনও চলছে গুলির লড়াই ৷

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগের আরওয়ানি এলাকার মুমানহাল গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে তাঁদের কাছে ৷ এরপরই ওই এলাকায় পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ৷ জঙ্গিরা যেখানে লুকিয়ে রয়েছে বাহিনী সেখানে পৌঁছনোর পরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ তখনই পাল্টা গুলি চালান জওয়ানরা (Militant killed in encounter with security forces)৷

আরও পড়ুন:Militants killed in Kulgam encounter : কুলগামে রাতভর এনকাউন্টারে খতম দুই জঙ্গি

দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময়ে প্রাণ যায় এক জঙ্গির ৷ সে কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ ওই এলাকায় আরও জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর রয়েছে ৷

আরও পড়ুন :Militant Killed in Pulwama Encounter: পুলওয়ামায় রাতভর এনকাউন্টার, খতম হিজবুল জঙ্গি

কাশ্মীর জোন পুলিশ এই ঘটনার কথা টুইটে জানিয়েছে ৷ তারা লিখেছে, " অনন্তনাগে এনকাউন্টার শুরু হয়েছে ৷" এখনও সেই গুলির লড়াই চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details