নয়াদিল্লি, 24 মার্চ: "তিনি জাতির জনক হয়েছিলেন ৷ কিন্তু, তাঁর কাছে আইনের কোনও ডিগ্রি ছিল না !" মহাত্মা গান্ধি সম্পর্কে এই মন্তব্য করে নয়া বিতর্ক উস্কে দিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্য়ান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha on Mahatma Gandhi Law Degree) ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে ৷ যদিও মনোজ তাঁর বক্তব্য অত্যন্ত দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সঙ্গেই পেশ করেছেন ৷ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি ৷
সংশ্লিষ্ট অনুষ্ঠানে মনোজকে বলতে শোনা যায়, "গান্ধিজির আইনের ডিগ্রি নিয়ে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে ৷ অনেক শিক্ষিত মানুষও এই ভুল করেন ৷ আপনারা কি জানেন, ওঁর একটিও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না ? তাঁর একমাত্র শিক্ষাগত যোগ্যতা হল হাইস্কুলের একটি ডিপ্লোমা ৷ আইন নিয়ে কাজ করার অনুমতি তাঁর কাছে ছিল ৷ কিন্তু, তাঁর কোনও আইনের ডিগ্রি ছিল না ৷ বস্তুত, তাঁর কোনও ডিগ্রিই ছিল না ৷ অথচ তিনি কত শিক্ষিত ছিলেন !"
একই মঞ্চে মনোজকে বলতে শোনা যায়, তিনি মহাত্মা গান্ধি সম্পর্কে যে দাবি করছেন, অনেকেই তার বিরোধিতা করবেন, সেটা তাঁরও অজানা নয় ৷ কিন্তু, তিনি যা বলছেন, না-জেনে বলছেন না ৷ যথাযথ প্রমাণের ভিত্তিতেই বলছেন ৷ আবার তাঁকে এও বলতে শোনা গিয়েছে, শুধুমাত্র স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি কোনও মানুষের যোগ্যতা বা শিক্ষার মাপকাঠি হতে পারে না ৷ আর মহাত্মা গান্ধির জীবনের প্রধান কেন্দ্র ছিল সত্য ৷ কোনও অবস্থাতেই তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি ৷ দেশের জন্য গান্ধির অবদানও যে অনেক, তাও স্বীকার করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল ৷