কাঠুয়া, 6 অগস্ট : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভেঙে পড়া ভারতীয় সেনার হেলিকপ্টারের দুই পাইলটকে উদ্ধারের চেষ্টা এখনও চলছে । কাঠুয়ার রঞ্জিত সাগর বাঁধে 3 অগস্ট হেলিকপ্টারটি ভেঙে পড়ে । হেলিকপ্টারটিতে দু'জন পাইলট ছিলেন, কিন্তু তাঁদের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।
নৌসেনার অভিজ্ঞ ডুবুরি দল, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং পঞ্জাব পুলিশ একসঙ্গে অভিযান চালাচ্ছে নিখোঁজ দুই পাইলটের সন্ধানে । দুর্ঘটনার প্রতক্ষদর্শীরা জানিয়েছেন হেলিকপ্টারটি রঞ্জিত সাগর বাঁধের উপর দিয়ে উড়ে যাচ্ছিল । হঠাৎই সেটি নিচের দিকে নেমে আসে এবং জলের মধ্যে ভেঙে পড়ে ।