পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shopian Encounter: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি - জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) বড়সড় সাফল্য পেল বাহিনী ৷ শোপিয়ানে এনকাউন্টারে (Shopian Encounter) মৃত্যু হয়েছে 3 জন লস্কর-ই-তৈবা জঙ্গির (Lashkar-e-Taiba)৷ তাদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক ৷

Jammu and Kashmir: encounter-in-shopian-ends-with-the-killing-of-LeT militants
শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি

By

Published : Oct 12, 2021, 8:57 AM IST

শোপিয়ান (জম্মু ও কাশ্মীর), 12 অক্টোবর:ফের এনকাউন্টার (Shopian Encounter) জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) ৷ আজ, মঙ্গলবার শোপিয়ানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল 3 জন লস্কর-ই-তৈবা জঙ্গির (Miltants Killed)৷ আরও কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি ৷

বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে যে, জঙ্গিরা লুকিয়ে রয়েছে টারলানের ইমামসাহেব গ্রামে ৷ সোমবার রাতেই গোটা গ্রাম ঘিরে ফেলে যৌথ বাহিনী ৷ কোণঠাসা হয়ে পড়ে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ পাল্টা গুলি ছোড়ে বাহিনীও ৷ শুরু হয় তীব্র গুলির লড়াই ৷ মঙ্গলবার ভোরে এনকাউন্টার শেষ হয় ৷ 3 জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷

আরও পড়ুন:Rajouri : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে রাজৌরিতে শহিদ 5 সেনা জওয়ান

জানা গিয়েছে, মৃত 3 জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য ছিল ৷ নানা অপরাধমূলক কাজে তাদের যোগ রয়েছে ৷ তাই আজকের ঘটনাকে বড় সাফল্য বলে মনে করছে নিরাপত্তা এজেন্সিগুলি ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যে, "মৃত 3 জঙ্গিকে শনাক্ত করার পর দেখা গিয়েছে একজনের নাম মুখতার শাহ, সে গান্ডেরবালের বাসিন্দা ছিল ৷ শ্রীনগরে বিহারের এক হকার বীরেন্দ্র পাসওয়ানকে খুন করে সে সম্প্রতি শোপিয়ানে গিয়েছিল ৷" মৃতদের থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন :Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় গতকালই পাঁচজন সৈনিক শহিদ হন ৷ তাঁদের মধ্যে একজন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও (JCO)৷ সোমবার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পিরপঞ্জাল রেঞ্জে ৷ এ ছাড়া সে দিন আরও দু'টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ সেখানে দু'জন জঙ্গি মারা যায় ৷ আহত হয়েছেন এক পুলিশ কর্মী ৷ দু'টি এনকাউন্টারের একটি হয়েছে অনন্তনাগের খাগুড় ভেরিনাগ জেলায় ৷ অন্য এনকাউন্টারটি হয়েছে বান্দিপোরার সৌগন্ধে ৷

আরও পড়ুন :Ladakh talks : মাঝপথে বৈঠক ভেস্তে যাওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ চিনের

ABOUT THE AUTHOR

...view details