শ্রীনগর, 15 জানুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir News)৷ আজ সকালে বদগাম (Budgam Encounter) জেলার রেদবাঘ গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র গুলিবিনিময় শুরু হয়েছে ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাস্থলে কয়েকজন জঙ্গি (Militants Trapped) আটকে পড়েছে । কাশ্মীর পুলিশ টুইট করে এনকাউন্টারের কথা জানিয়েছে ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে বাহিনী ৷
কাশ্মীর পুলিশ জোন টুইট করেছে যে, মাগাম এলাকার রেদবাঘে রবিবার এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেখানে কর্তব্যরত ছিল নিরাপত্তা বাহিনী ৷ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে একদল জঙ্গি ৷ এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায় ৷
পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে, নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার সঙ্গে সঙ্গেই জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয় ৷ তখন পালটা গুলি চালান নিরাপত্তা কর্মীরাও ৷ শুরু হয় এনকাউন্টার ৷ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । লুকিয়ে থাকা জঙ্গিরা যাতে কোনও মতেই ওই এলাকা থেকে পালাতে না পারে, সেজন্য গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানান আধিকারিকরা ৷ চলছে চিরুনি তল্লাশি ৷