জম্মু, 28 জানুয়ারি: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ তার উত্তরে শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, কংগ্রেসের এই মহামিছিলে মানুষের ভিড় যে এতটা বেশি হবে, তা ধারণার বাইরে ছিল ৷ তাতেই হয়তো মনে হচ্ছে যে যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়নি ৷ তারা আরও জানিয়েছে, এই যাত্রার সময়কালে নিরাপত্তার সবরকম বন্দোবস্ত করা হয়েছে ৷ কারণ সরকার কংগ্রেস সাংসদ ও অন্যদের এই যাত্রা নিয়ে রীতিমতো চিন্তিত ৷ সুরক্ষাজনিত কারণে শুক্রবার উপত্যকায় যাত্রা বাতিল করতে বাধ্য হন রাহুল গান্ধি, জানিয়েছে কংগ্রেস ৷ কংগ্রেসের অভিযোগ, রাহুলের নিরাপত্তার বন্দোবস্ত একেবারেই জোরদার নয় ৷ তাদের দাবি, কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশি বন্দোবস্ত পুরোপুরি ভেঙে পড়েছে (Congress alleges of police arrangement completely collapsed in Bharat Jodo Yatra) ৷
পুলিশের দাবি, ভারত জোড়ো যাত্রার জন্য তারা যতটা সম্ভব কড়া সুরক্ষা ব্যবস্থা করেছে ৷ বানিহালে যে এই বিশাল সংখ্যক মানুষ এই যাত্রায় যোগ দেবে তা আয়োজকরা পুলিশকে জানাননি ৷ এদিকে বিজেপি নেতা গৌরব ভাটিয়া রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "ভিত্তিহীন অভিযোগ করাটা রাহুল গান্ধির অভ্যেস হয়ে গিয়েছে ৷ তিনি কাশ্মীর পুলিশের বিরুদ্ধে ভুল অবিযোগ করছেন ৷ মনে হচ্ছে, একটা নোংরা রাজনীতি চলছে ৷"