পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jallikattu Season Begins: তামিলনাড়ুর থাচানকুরিচিতে শুরু জাল্লিকাট্টু

তামিলনাড়ুর থাচানকুরিচি গ্রামে 300টি ষাঁড় দিয়ে শুরু হল জাল্লিকাট্টু খেলা (Jallikattu) ৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রতিমন্ত্রী শিব ভি ময়নাথন (Siva V Meyyanathan) এবং আইনমন্ত্রী এস রেগুপতি (S Regupathy) ।

Jallikattu season
জাল্লিকাট্টু

By

Published : Jan 8, 2023, 8:47 PM IST

চেন্নাই, 8 জানুয়ারি:মানুষ ও ষাঁড়ের লড়াই দক্ষিণ ভারতে বহুল প্রচলিত । তামিলনাড়ুতেও অনেক বছর ধরে চলে আসছে এই প্রথা ৷ যার নাম জাল্লিকাট্টু (Jallikattu) ৷ এ বছরের মতো জাল্লিকাট্টু শুরু হল ৷ প্রথমে এই উৎসব ধুমধাম করে শুরু হয়েছে রবিবার তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় ৷ সেখানে যুবকদের সক্রিয় অংশগ্রহণ দেখা গিয়েছে । পুদুক্কোট্টাইয়ের থাচানকুরিচি গ্রামে সকাল থেকে 300টিরও বেশি ষাঁড়কে একের পর এক খেলার মাঠে ছেড়ে দেওয়া হয় ৷ এরপর কমপক্ষে 350টি যুবক ষাঁড়ের উপর উঠে তাদের বাগে আনার চেষ্টা করে ।

এদিন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রতিমন্ত্রী শিভা ভি ময়নাথন (Siva V Meyyanathan) এবং আইনমন্ত্রী এস রেগুপতি (S Regupathy) জাল্লিকাট্টু অনুষ্ঠানের উদ্বোধন করেন । একটি মোটরসাইকেল, প্রেসার কুকার এবং খাট-সহ জাল্লিকাট্টু বিজয়ীদের জন্য একাধিক পুরস্কারও রাখা হয়েছে । অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে কর্তৃপক্ষ নিরাপত্তার দিকগুলি-সহ বিভিন্ন ব্যবস্থাপনা ভালোভাবে পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে ৷ তামিলনাড়ু সরকার সম্প্রতি জাল্লিকাট্টুর জন্য বিস্তৃত নির্দেশিকা জারি করেছে ।

প্রসঙ্গত, 2014 সালে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট (Supreme Court) । ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড ও পিপল ফর দা এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল (পিইটিএ) মামলাটি করেছিল । যদিও সেই সময় রাজ্য সরকার জানিয়েছিল, জাল্লিকাট্টু স্থানীয় সংস্কৃতির পরিচায়ক । চেন্নাই থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় জাল্লিকাট্টুর ফেরানোর দাবিতে অসংখ্য মানুষ প্রতিবাদ করেন । পরে 2017 সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় । এরপর শর্তসাপেক্ষে জাল্লিকাট্টর অনুমতি দেয় তামিলনাড়ু সরকার (Tamil Nadu government) ৷

আরও পড়ুন:জালিকাট্টু কি থাকবে ? বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট

শনিবার থেকে তামিলনাড়ুতে শুরু হয়েছে পোঙ্গল বা নবান্ন উৎসব ৷ এই উৎসবের অন্যতম আকর্ষণ জাল্লিকাট্টু প্রথা ৷ বিশ্বের সবচেয়ে ভয়ানক খেলার মধ্যে এটি একটি ৷ ষাঁড়কে কাবু করাই জাল্লিকাট্টু খেলার নিয়ম ৷ যে তা করতে পারবে সেই জিতবে ৷ স্বভাবতই অনেকেই আহত হয় ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হয় ৷ বিপদজনক জাল্লিকাট্টু খেলায় 2010 থেকে 2014 পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছিল ৷ তারপরেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ৷

ABOUT THE AUTHOR

...view details