নয়াদিল্লি, 31 অগস্ট :পঞ্জাবে জালিয়ানওয়ালা বাগের সংস্কার (Jallianwala Bagh Renovation) নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ এই উদ্যোগ শহিদদের প্রতি অপমান বলে তোপ দাগলেন তিনি ৷ তাঁর কথায়, "আমি শহিদের ছেলে, শহিদদের প্রতি অপমান আমি কোনও অবস্থাতেই সহ্য করব না ৷"
1919 সালে জালিয়ানওয়ালা বাগে (Jallianwala Bagh) শয়ে শয়ে মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৷ তাঁদের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন জেনারেল ডায়ার (General Dyer)৷ ব্রিটিশ সেনার গুলি ঝাঁঝরা করে দেয় শতাধিক মানুষকে ৷ পুরুষদের পাশাপাশি মৃত্যু হয় বহু মহিলারও ৷ সেই জালিয়ানওয়ালা বাগের সংস্কারের উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকার ৷ 28 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্মারক স্মৃতির উদ্বোধন করেন ৷ সঙ্গে দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ড লেসার লাইট শো ৷
আরও পড়ুন:Delta Plus AY-12 : উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের শরীরে ডেল্টা প্লাসের নতুন ভ্যারিয়্যান্ট
এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নানা মহলে ৷ আর সেই ক্ষোভের ঝাঁঝ আরও বাড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি আজ টুইটে লেখেন, "যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি, তাঁর বুঝতে পারবেন না সেখানে কী হয়েছিল ৷ যাঁরা শহিদ পরিবারের যন্ত্রণা বোঝেন না, তাঁরাই এ রকম ভাবে জালিয়ানওয়া বাগের শহিদদের অপমান করতে পারেন ৷ আমি একজন শহিদের সন্তান - কোনও মূল্যেই কোনও শহিদের অপমান সহ্য করব না ৷ আমরা এই নিষ্ঠুরতার বিরোধী ৷"
আরও পড়ুন:Sourav Ganguly : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে