নয়াদিল্লি, 25 এপ্রিল: সীমান্তপার সন্ত্রাস বন্ধ না-হলে পাকিস্তানের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা সম্ভব নয় ৷ ফের একবার নিজেদের এই অবস্থান স্পষ্ট করে দিল ভারত ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কাজ বন্ধ না-হলে দুই দেশের মধ্যে ফের আলোচনা শুরু হওয়া কঠিন ৷
দু'দিনের সফরে পানামা গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ মঙ্গলবার পানামার বিদেশমন্ত্রী জনাইনা তেওয়ানে মেনকোমোর সঙ্গে বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শংকর বলেন, "সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদত দেয় এমন প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করা আমাদের পক্ষে কঠিন ৷ আগে তাদের নিজেদের কথা রাখতে হবে ৷ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে সাহায্য, উৎসাহ ও মদত দেওয়া বন্ধ করতে হবে ৷ আমারা আশাবাদী একদিন হয়তো সেই আলোচনার পরিবেশ তৈরি হবে ৷"
উল্লেখ্য, গোয়ায় আগামী মাসে বসতে চলেছে এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার কথা পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল আলি ভুট্টোর ৷ মনে করা হচ্ছিল, ভুট্টোর এই ভারত সফরে হয়তো দুই প্রতিবেশী দেশের মধ্যে বরফ গলতে পারে ৷ ফের দ্বি-পাক্ষিক আলোচনা শুরু হতে পারে ৷ তবে বিদেশমন্ত্রীর এদিনের মন্তব্যেই পরিষ্কার, ভারত তার পুরনো অবস্থানেই অনড় ৷ ফলে দুই দেশের বর্তমান শীতল সম্পর্কের বরফ গলার সম্পর্ক আপাতত নেই ৷
আরও পড়ুন: প্রয়াত পাক সাংবাদিক তারেক ফাতেহ, লড়েছেন স্বাধীন বালোচিস্তানের জন্য
সোমবারই পানামায় পৌঁছেছেন জয়শংকর ৷ এই সফর শেষে তাঁর কলম্বিয়া ও ডমিনিকান রিপাবিলিকেও যাওয়ার কথা ৷ পানামার প্রেসিডেন্ট নিতো কোর্টিজোর সঙ্গেও দেখা করেছেন ভারতের বিদেশমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা এদিন প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন তিনি ৷ দুই দেশের মধ্যে আলোচনায় বাণিজ্য বৃদ্ধি, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, শক্তি, গ্রিন হাইড্রোজেন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভারত-লাতিন আমেরিকা বাণিজ্য সম্মেলনেও যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷