পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jairam Ramesh: ভারতীয় ব্যাংকগুলিতে আদানি গ্রুপের লেনদেন কতটা ? সেবি-আরবিআইকে চিঠি রমেশের - সেবি আরবিআইকে চিঠি রমেশের

আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশে ৷ সরাসরি প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে ৷ ব্যাংকগুলিও শিল্পপতি গৌতম আদানিকে ঋণ দিয়েছে ৷ এ সবকিছু নিয়ে তদন্ত চাইলেন জয়রাম রমেশ (Jairam Ramesh over Adani effect on PSBs) ৷

Adani Scam
জয়রাম রমেশ

By

Published : Feb 15, 2023, 3:46 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: দেশের নাগরিকেরা কর দেন ৷ সরকারের অপশাসনের মূল্য যেন এই করদাতাদের চোকাতে না-হয় ৷ এই মর্মে আরবিআই-এর গভর্নর এবং সেবির চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেসের জাতীয় সম্পাদক তথা প্রবীণ নেতা জয়রাম রমেশ ৷ শক্তিকান্ত দাস ও মাধবী পুরী বুচকে লেখা চিঠিগুলি আজ টুইট করেন নেতা ৷ চিঠিতে তিনি দুই উচ্চ আধিকারিককে প্রধানমন্ত্রীর আশীর্বাদধন্য আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন ৷ 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ নামক মার্কিং সংস্থা শিল্পপতি গৌতম আদানির আদানি গ্রুপ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন ৷ তাতে শিল্পপতির বিরুদ্ধে আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগ করা হয়েছে ৷ এই রিপোর্টের পরপরই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের প্রভাব পড়ে শেয়ার বাজারেও ৷ সংসদীয় বাজেট অধিবেশনও কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি এককাট্টা হয়ে তদন্তের দাবি তোলে ৷

আদানি গ্রুপের কোম্পানিগুলিতে এলআইসি, পাবলিক সেক্টর ব্যাংকের টাকা রয়েছে ৷ তাই চিঠিতে জয়রাম রমেশ উল্লেখ করেন, ব্যাংকগুলিতে আদানি গ্রুপ কোনও রকম আর্থিক প্রতারণা করেছে কি না, তা ভালোভাবে খতিয়ে দেখা হোক ৷ বিশেষজ্ঞ মহল ও বিরোধীদের দাবি, শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ৷ এই প্রসঙ্গে তিনি চিঠিতে লেখেন, "আদানি গ্রুপের আয়তন এবং রাজনৈতিক মহলে শিল্পপতির যোগাযোগও যথেষ্ট ৷ তাই এই তদন্তে যেন কোনও প্রভাবশালী বাণিজ্যিক গ্রুপের প্রতি আনুকূল্য দেখানো না হয় ৷ তা স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ হওয়া উচিত ৷ এতে কোনও ভাবে ব্যর্থ হলে তার ছায়া পড়বে ভারতীয় কর্পোরেট বিষয়ক প্রশাসন এবং ভারতীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলির উপর ৷ এমনকী আন্তর্জাতিক স্তরেও দেশের ক্ষতি হতে পারে ৷"

আরও পড়ুন: শীঘ্রই আদানি গ্রুপের শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করবে এলআইসি

প্রবীণ নেতা জানান, 30 কোটি ভারতীয় তাঁদের জীবনের নিরাপত্তার জন্য এলআইসিকে ভরসা করে ৷ তাঁর দাবি, সম্প্রতি সংস্থাটি আদানি গ্রুপের স্টকে হাজার হাজার কোটি টাকা হারিয়েছে ৷ নেতা প্রশ্ন করেন, "পাবলিক সেক্টরের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগে আরও রক্ষণশীল হওয়া উচিত ৷ এটা কি আমাদের নিশ্চিত করা উচিত নয় ?" ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে লেখা চিঠিতে জয়রাম রমেশ লেখেন, "আরবিআই-এর দু'টি দিক দিয়ে দেখা উচিত: এক, ভারতের ব্যাংকগুলিতে আদানি গ্রুপের লেনদেন সত্যিই কতটা ? দ্বিতীয়ত, বৈদেশিক ফান্ডগুলিতে টাকার অভাব হলে, ভারতীয় ব্যাংকগুলি তার ধাক্কা সামলাবে কী করে ? আদানি গ্রুপকে কি কোনও গ্যারান্টি দেওয়া হয়েছে ?"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details