ইম্ফল, 5 মার্চ : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ একথা জানিয়ে টুইট করেছেন তিনি ৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে তিনি ও সলমন খুরশিদ সাংবাদিকদের জানান, মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে 1 ফেব্রুয়ারি 15 কোটি এবং 1 মার্চ 95 লক্ষ টাকা দিয়েছে বিজেপি সরকার ৷ তাঁদের অভিযোগ, ভোটের আগে এই টাকা দিয়ে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গ করেছে গেরুয়া শিবির (Jairam Ramesh to petitioning Supreme Court over Manipur Govt violating MCC) ৷ উল্লেখ্য, আজ মণিপুরে দ্বিতীয় দফার ভোট চলছে ৷
দুই কংগ্রেস নেতা সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ৷ কমিশন রাজ্য সরকারের কাছে এর কারণ জানতে চাইলে মণিপুর সরকার জানায়, এই প্রকল্পটা আগে থেকে চলছে ৷ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক গত 12-15 মাসে এই টাকা দিল না কেন ?"
আজ টুইট করে কংগ্রেস নেতা জানালেন, "মণিপুর সরকার 1 ফেব্রুয়ারি এবং 1 মার্চ নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে টাকা দিয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে এতে কোনও ভাবে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন হয়নি ৷ আমি সুপ্রিম কোর্টে আবেদন জানাব ৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্বাচন চলাকালীন হঠাৎ এই টাকা দেওয়া হয়েছে ৷ এতে 11টি আসনের ভোটকে খুন করা হয়েছে ৷"