পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adani Group Crisis: 'এলআইসিকে কে বাধ্য করেছিলেন আদানিতে বিনিয়োগ করতে ?' জয়রামের নিশানায় মোদি - জয়রাম রমেশ

আদানি গোষ্ঠীর বিপর্যয়ে (Adani Group Crisis) এলআইসি জড়িয়ে পড়ায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন জয়রাম রমেশ (Jairam Ramesh targets Narendra Modi) ৷ কী বললেন তিনি ?

Jairam Ramesh targets Narendra Modi in Adani Group Crisis issue
ফাইল ছবি

By

Published : Feb 27, 2023, 9:13 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি:আদানি গোষ্ঠীর শেয়ারদরে পতন অব্যাহত (Adani Group Crisis) ৷ এবার তার জের গড়াল এলআইসি পর্যন্ত ৷ আদানি গোষ্ঠীতে মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে এলআইসি-র ৷ কিন্তু, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম নিম্নগামী হওয়ায় এলআইসি-র বিনিয়োগও প্রবল ঝুঁকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতির জন্য দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকেই দায়ী করল কংগ্রেস ৷ তাদের প্রশ্ন, ভারতের অন্যতম প্রধান এই আর্থিক প্রতিষ্ঠানটিকে আদানি গোষ্ঠীতে ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কারা বাধ্য করেছিলেন ?

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টুইটারে প্রচার শুরু করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এই ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকে দলগতভাবেও একটি প্রচার করা হচ্ছে ৷ যা পোশাকি নাম দেওয়া হয়েছে, 'হাম আদানি কে হ্যায় কৌন' ! জয়রামের দাবি হল, আদানি গোষ্ঠীর শেয়ারদরে রেকর্ড পতনের জেরেই এলআইসিরও সম্পদের পরিমাণ কমছে ৷ আদানি গোষ্ঠীতে এলআইসি-র বিনিয়োগের ভিত্তিতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ করা অর্থের মূল্য গত 31 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 52 হাজার কোটি টাকা কমেছে ! যা অত্যন্ত উদ্বেগের বলে মনে করছেন জয়রাম ৷

আরও পড়ুন:আদানি গোষ্ঠী কি 'ভারতের এনরন' ? প্রশ্ন প্রাক্তন মার্কিন সচিবের

এই প্রসঙ্গে জয়রাম বলেন, "এক্ষেত্রে এলআইসি-র বিনিয়োগের আর্থিক মূল্য 32 হাজার কোটিতে এসে ঠেকেছে ৷ এবং এতদিন ধরে বহু প্রচেষ্টায় এলআইসি যে মুনাফা লাভ করেছিল, আদানি গোষ্ঠীর শেয়ারের দর হুড়মুড়িয়ে কমায় এবং স্টক মার্কেটে হওয়া কারচুপির জেরে, সেই মুনাফা হারাতে বসেছে এলআইসি ৷ এটি একটি বিরাট ক্ষতি ৷" এরপরই এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন জয়রাম (Jairam Ramesh targets Narendra Modi) ৷ তিনি বলেছেন, "আপনার (নরেন্দ্র মোদি) প্রিয় ব্যবসায়ীর সংস্থায় এমন ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কে এলআইসিকে বাধ্য করেছিলেন ? ভারতীয়দের কষ্টের সঞ্চয় নিয়ে আপনি জুয়া খেলেছেন ৷ এর জন্য আপনি কবে জবাবদিহি করবেন ?"

প্রসঙ্গত, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর বেসামাল দশা ৷ সোমবারও (27 ফেব্রুয়ারি) আদানি গোষ্ঠীর শেয়ারের দামে পতন অব্যাহত ৷ যা নিয়ে চিন্তা বাড়ছে সংশ্লিষ্ট মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details