নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি:আদানি গোষ্ঠীর শেয়ারদরে পতন অব্যাহত (Adani Group Crisis) ৷ এবার তার জের গড়াল এলআইসি পর্যন্ত ৷ আদানি গোষ্ঠীতে মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে এলআইসি-র ৷ কিন্তু, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম নিম্নগামী হওয়ায় এলআইসি-র বিনিয়োগও প্রবল ঝুঁকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতির জন্য দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকেই দায়ী করল কংগ্রেস ৷ তাদের প্রশ্ন, ভারতের অন্যতম প্রধান এই আর্থিক প্রতিষ্ঠানটিকে আদানি গোষ্ঠীতে ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কারা বাধ্য করেছিলেন ?
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টুইটারে প্রচার শুরু করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এই ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকে দলগতভাবেও একটি প্রচার করা হচ্ছে ৷ যা পোশাকি নাম দেওয়া হয়েছে, 'হাম আদানি কে হ্যায় কৌন' ! জয়রামের দাবি হল, আদানি গোষ্ঠীর শেয়ারদরে রেকর্ড পতনের জেরেই এলআইসিরও সম্পদের পরিমাণ কমছে ৷ আদানি গোষ্ঠীতে এলআইসি-র বিনিয়োগের ভিত্তিতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ করা অর্থের মূল্য গত 31 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 52 হাজার কোটি টাকা কমেছে ! যা অত্যন্ত উদ্বেগের বলে মনে করছেন জয়রাম ৷