নয়াদিল্লি, 28 মে: নিজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানের সময় আক্রমণাত্মক টুইট করে এমনই দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধিনাম সন্ন্যাসীদের সঙ্গে সেঙ্গলের পুজো করছেন ৷ সেই সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করে সাধুদের নিয়ে তা লোকসভায় স্থাপনও করেছেন ৷
এভাবেই দেশের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ল মোদি জমানা ৷ আর সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে অনুপস্থিত দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে 'স্বৈরাচারী' বলে তোপ দাগেন জয়রাম রমেশ ৷ এর পাশাপাশি 28 মে দিনটি বেশ কিছু ঘটনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে মনে করেন কংগ্রেসের এই প্রবীণ নেতা ৷
প্রথমত, 1964 সালের 27 মে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রয়াত হন ৷ আজকের দিনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ৷ রমেশ লিখেছেন, দেশের সংসদীয় গণতন্ত্রকে সবচেয়ে বেশি লালনপালন করেছেন জওহরলাল নেহরুর ৷
দ্বিতীয়ত, 1883 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সাভারকর ৷ এ প্রসঙ্গে জয়রাম রমেশ লেখেন, এই ব্যক্তির মতাদর্শ দেশে এমন এক নতুন ধারার জন্ম দিয়েছিল যার পরিণতি মহাত্মা গান্ধির হত্যা ৷