পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Meghalaya Election 2023: মেঘালয়ে বিজেপির পুতুল তৃণমূল কংগ্রেস, নির্বাচনী প্রচারে কটাক্ষ জয়রামের

27 ফেব্রুয়ারি উত্তর-পূর্বের মেঘালয়ে বিধানসভা নির্বাচন ৷ কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস ও অন্য আঞ্চলিক দলগুলি প্রার্থী দিয়েছে ৷ শনিবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস ৷ সেখানে বিরোধী শিবিরকে একহাত নিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (NPP UDP TMC are puppets of BJP in poll bound Meghalaya Jairam Ramesh) ৷

Meghalaya Jairam Ramesh
জয়রাম রমেশ

By

Published : Feb 12, 2023, 9:18 AM IST

Updated : Feb 12, 2023, 10:27 AM IST

শিলং, 12 ফেব্রুয়ারি: এনপিপি ইউডিপি- এরা সবাই বিজেপির পুতুল ৷ এমনকী তৃণমূল কংগ্রেসও সেই দলে রয়েছে ৷ মেঘালয় নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে এভাবে কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ 27 ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন ৷ তেইশের নির্বাচনে সন্ত্রাস হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তবে উত্তর-পূর্বের ছোট্ট এই রাজ্যটিতে কংগ্রেসের জয় নিয়ে একপ্রকার নিশ্চিত প্রবীণ কংগ্রেস নেতা ৷ কংগ্রেস সাংসদ বলেন, "আমাদের 60 জন প্রার্থীর মধ্যে 47 জনের বয়স 45-এর নীচে৷ আর এটা এর আগে অন্য কোনও রাজ্যে হয়নি ৷"

এই সিদ্ধান্তে তরুণরা সামনে এসেছে, জানান তিনি ৷ নির্বাচন পূর্ববর্তী মেঘালয় সফরে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ সেখানে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তিনি ৷ তিনি জানান, মেঘালয় মানে 'মেঘের বাড়ি' ( The Abode House of Clouds) ৷ তবে সেই মেঘ বৃষ্টি আনে না ৷ বরং এখন চারদিকে দুর্নীতি এবং বেকারত্ব । প্রাপ্য থেকে মানুষকে বঞ্চিত ৷" কংগ্রেস এই দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে লড়ছে ৷ মেঘালয়ের পরিচিতি আজ ধ্বংসের পথে, তা বাঁচাতে এগিয়ে এসেছে কংগ্রেস ৷ আরও বলেন, "তৃণমূল কংগ্রেস, এনপিপি, বিজেপি, ইউডিপি দাবি করছে তারা একক ভাবে নির্বাচনে লড়ছে ৷ এটা একটা অশুভ জোট যেখানে বিজেপির সঙ্গে এনপিপি, ইউডিপি আর তৃণমূল কংগ্রেস গাঁটছড়া বেঁধেছে ৷ এই জোটের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ৷

আরও পড়ুন: 'মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনবে তৃণমূলই', প্রতিশ্রুতি অভিষেকের

তেইশে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়ছে তৃণমূল কংগ্রেস ৷ 60 সদস্যের ত্রিপুরা বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঘাসফুল ৷ মেঘালয়ে বিরোধী দলনেতা এবং বিধায়ক মুকুল সাংমা জোরদার প্রচার চালাচ্ছেন ৷ জানুয়ারি মাসে মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচনী জনসভার মঞ্চ থেকে অভিষেক বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "বিজেপি এতদিন ক্ষমতায় থেকেও কিছু করেনি ৷ মেঘালয় অবহেলিত রয়ে গিয়েছে ৷ বিজেপি-এনপিপি জোটকে পরাস্ত করবে তৃণমূল ৷ তৃণমূল কংগ্রেসই মেঘালয়ে সোনালি দিন ফিরিয়ে আনবে ৷"

Last Updated : Feb 12, 2023, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details