নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: আগামী 18 সেপ্টেম্বর থেকে সংসদে পাঁচদিনের জন্য বসতে চলেছে বিশেষ অধিবেশন ৷ তার আগে কংগ্রেস বুধবার কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হল ৷ তাদের অভিযোগ, বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই অধিবেশন ডাকা হয়েছে ৷ এটা স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ৷ কিন্তু কংগ্রেস এই অধিবেশনে মণিপুর থেকে চিন ও আদানি ইস্যুতে সরব হবে বলে এ দিন স্পষ্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷
তিনি বলেন, "আমরা মণিপুরে এখনও যে অস্থিরতা রয়েছে, তা নিয়ে আলোচনা করেছি ৷ মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন ৷ মানুষকে হত্যা করা হচ্ছে ৷ আদানি সম্পর্কে সম্প্রতি গার্ডিয়ান এবং ফিনান্সিয়াল টাইমস-এ খবর প্রকাশিত হয়েছিল । আদানি ইস্যুতে তদন্ত হওয়া উচিত । নূহ বা দেশের বিভিন্ন প্রদেশে বা সমাজে অস্থিরতা এবং এর কারণ কেবল বিজেপির বিভাজন রাজনীতি ৷”
উল্লেখ্য, এই বিশেষ অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেখানে তিনি ন’টি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন ৷ সেই চিঠির প্রসঙ্গ তুলে এ দিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন যে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া উচিত এই বিশেষ অধিবেশনে ৷
জয়রাম রমেশের দাবি, "কেন বিজেপি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, মণিপুর, চিনের সীমান্ত লঙ্ঘন, সিএজি রিপোর্ট, দুর্নীতি এবং প্রতিষ্ঠানের দুর্বলতাকে একপাশে রাখতে চায় এবং আমাদের জনগণের সঙ্গে প্রতারণা করতে চায় ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল সমস্যাগুলির সমাধান করতে ক্লান্ত এবং তাঁকে আতঙ্কিত দেখাচ্ছে ৷"
তিনি জানিয়েছেন, এই প্রথমবার সরকার বিরোধী দলগুলির সঙ্গে কোনও আলোচনা করেনি আসন্ন অধিবেশনের এজেন্ডা নিয়ে । তাঁর মতে, বিশেষ অধিবেশনে সরকারের উদ্দেশ্য সাধনই সম্ভব ৷ তবে তিনি আশা প্রকাশ করেছেন যে সংসদের উভয়কক্ষেই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ সরকার দেবে ৷ এর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ের পাশাপাশি বিদেশনীতি ও সীমান্ত সংক্রান্ত বিষয়েও আলোচনা করার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন এই কংগ্রেস নেতা ।
আরও পড়ুন:দেশের নাম বদলে 'ভারত' রাখার জল্পনা, 'ইন্ডিয়া'র ব্র্যান্ডভ্যালু মনে করালেন থারুর
সাংবাদিকদের এই কংগ্রেস নেতা বলেন, "আমরা শুধু মোদির কথা শোনার জন্য বসে থাকব না । আমরা অবশ্যই সরকারের কাছে দাবি করব এবং প্রতিটি অধিবেশনে আমাদের সমস্যাগুলি উত্থাপন করার চেষ্টা করব । কিন্তু, আমরা আগের অধিবেশনগুলিতে সেগুলি উত্থাপন করার সুযোগ পাইনি । আমাদের দাবি হবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া উচিত এবং এই আশা নিয়ে আমরা এই বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করব ।"