নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর:জি20 শীর্ষ সম্মেলনে পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে 'নিছক ভণ্ডামি' বলে দাবি করল কংগ্রেস ৷ এই নিয়ে একটি বিবৃতি দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ রবিবার দাবি করেন, মোদি বিশ্বনেতাদের উদ্দেশে যা বলেছেন, স্থানীয় কাজের ক্ষেত্রে তার সঙ্গে কোনও মিল নেই ৷ তাঁর অভিযোগ, ভারতের পরিবেশগত সুরক্ষাকে ব্যাপকভাবে ভেঙে ফেলছে নরেন্দ্র মোদি সরকার এবং তারা বনের উপর নির্ভরশীল সবচেয়ে দুর্বল সম্প্রদায়ের অধিকার কেড়ে নিচ্ছে ৷
বিবৃতিতে রমেশ বলেন, "জি20 এবং বিশ্বব্যাপী অন্যান্য শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য নিছক ভণ্ডামি । ভারতের বন ও জীববৈচিত্র্যের সুরক্ষা ধ্বংস করে এবং আদিবাসী ও বনে বসবাসকারী সম্প্রদায়ের অধিকার হ্রাস করার সময়, তিনি পরিবেশ, জলবায়ু কর্ম এবং সমতার কথা বলছেন । 'গ্লোবাল টক' আর 'লোকাল ওয়াক' সম্পূর্ণভাবে একে-অপরের বিরোধী ৷"
তিনি আরও বলেন, 2014 সালে শিক্ষার্থীদের সঙ্গে একটি দূরদর্শনের আড্ডায় প্রধানমন্ত্রী বলেছিলেন, জলবায়ু বদলায়নি, আমরা বদলেছি । রমেশের কটাক্ষ, "স্বঘোষিত বিশ্বগুরু ভন্ডামীতে অনেক দূর এগিয়েছেন । প্রধানমন্ত্রী পরিবেশের গুরুত্ব সম্পর্কে বড় বড়, ফাঁকা বিবৃতি দেওয়ার জন্য জি20 শীর্ষ সম্মেলনকে ব্যবহার করেছেন ৷"
শনিবার জি20 দেশগুলি বলেছে যে, তারা 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষমতা তিনগুণ করার লক্ষ্য রাখবে এবং জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়লা বিদ্যুৎকে পর্যায়ক্রমে হ্রাস করার প্রচেষ্টা ত্বরান্বিত করবে ৷ তবে তেল এবং গ্যাস-সহ সমস্ত দূষণকারী জীবাশ্ম জ্বালানী ব্যবহার বাতিল করার কোনও প্রতিশ্রুতি দেয়নি তারা ।