নয়াদিল্লি, 22 ডিসেম্বর:কোনওঅবস্থাতাতেই রাজ্যসভার (Rajya Sabha) অপপ্রয়োগ করতে দেওয়া হবে না ! বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষের অধিবেশন চলাকালীন দৃঢ়ভাবে এই বার্তা দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ এদিন ধনকড় রাজ্যসভার বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, "বিরোধী দলনেতার কাছে আমার আবেদন, আপনি সংশ্লিষ্ট সমস্ত নোটিশ দেখে নিন ৷" একইসঙ্গে, উপরাষ্ট্রপতি জানান, সভার প্রত্যেক সদস্যের প্রতি তাঁর মনে অগাধ সম্মান রয়েছে ৷
প্রসঙ্গত, লোকসভা হোক বা রাজ্যসভা, অধিবেশন চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময় কোনও নতুন বিষয় নয় ৷ সেই সময় অনেকেই উত্তেজিত হয়ে পড়েন ৷ কেউ নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে তর্ক জুড়ে দেন ৷ আবার অনেকে ওয়েলে নেমে বিক্ষোভ, প্রতিবাদ দেখান ৷ এদিনও অধিবেশন চলাকালীন সভার সদস্যরা নিজেদের জায়গায় উঠে দাঁড়িয়ে পড়েন ৷ সেই সময় সময় চেয়ারম্যান তাঁদের বারবার বসার অনুরোধ করেন ৷ একই অনুরোধ বিরোধী দলনেতাকেও করেন তিনি ৷ তখনই ধনকড় বার্তা দেন, রাজ্যসভার মঞ্চের কোনওরকমের অপপ্রয়োগ তিনি বরদাস্ত করবেন না ৷
আরও পড়ুন:ভারত-চিন ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের