পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jagdeep Dhankhar: মার্গারেট আলভাকে হারিয়ে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

শনিবার সকাল থেকে সংসদে উপ-রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয় (Vice President Election 2022) ৷ ভোটের লড়াইয়ে এগিয়ে ছিলেন এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ গণনা শেষে দেখা গেল তিনিই জিতেছেন ৷

jagdeep-dhankhar-elected-as-vice-president-of-india
Jagdeep Dhankhar: মার্গারেট আলভাকে হারিয়ে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

By

Published : Aug 6, 2022, 7:49 PM IST

Updated : Aug 6, 2022, 8:53 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট : প্রত্যাশামতো উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Elected as Vice President of India) ৷ বাংলার প্রাক্তন রাজ্যপাল জিতলেন 346 ভোটে ৷ তিনি ছিলেন এনডিএ (NDA)-র প্রার্থী৷ তাঁর বিরুদ্ধে লড়াই করেন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা (Opposition VP Candidate Margarete Alva) ৷ তিনি 200-রও কম ভোট পেয়েছেন বলে খবর ৷

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election 2022) ভোট দিতে পারেন শুধু সাংসদরা ৷ সব মিলিয়ে 728 জন নির্বাচক ছিলেন ৷ ভোট দিয়েছেন 725 জন ৷ শতাংশের হিসেবে 92.94 ৷ নির্বাচন কমিশনের সূত্র থেকে জানা গিয়েছে যে 710টি ভোট বৈধ বলে বিবেচিত হয় ৷ বাতিল হয়ে যায় 15টি ভোট ৷

ভোটদানের হিসেব অনুযায়ী, 356টি ভোট পেলেই জয় নিশ্চিত হয়ে যেত ধনকড়ের ৷ কিন্তু রাজস্থানের এই জাঠ নেতা পেয়েছেন 528টি ভোট ৷ অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন 182টি ভোট৷ ধনকড় জিতেছেন 346 ভোটে ৷

ধনকড় জয়ের সঙ্গে সঙ্গেই শাসক থেকে বিরোধী, সব পক্ষই অভিনন্দন জানান ৷ নয়াদিল্লিতে ধনকড়ের বাসভবনে পৌঁছে যান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ হেরে যাওয়া প্রার্থী মার্গারেট আলভাও টুইট করে অভিনন্দন জানান ধনকড়কে (Jagdeep Dhankhar) ৷ তবে তিনি একই সঙ্গে অভিযোগ তুলেছেন বিরোধী শিবিরের একাধিক দলের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ ভোটদানে বিরত থেকে অনেকেই ধনকড়ের জয়ের পথ সুগম করে দিয়েছে ৷ উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরত ছিল ৷

আরও পড়ুন :Sudip Writes to Sisir: দল উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছে না, শিশিরকে মনে করালেন সুদীপ

Last Updated : Aug 6, 2022, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details