সিমলা, 20 অগস্ট: হিমাচলপ্রদেশে 14 অগস্ট বৃষ্টি-বিধ্বস্ত সিমলা জেলার গ্রীষ্মকালীন পাহাড়ী এলাকায় মর্মান্তিক ভূমিধস হয় ৷ সেই ঘটনার পর নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী টানা সপ্তম দিনের জন্য তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে । সোমবারের মন্দির ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 17 ৷ উদ্ধারকারী দল রবিবার আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে ।
এ দিকে, হিমাচলপ্রদেশের এই সংকট নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ রবিবার হিমাচল সফরে গিয়ে তিনি বলেন, বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং রাজ্য বিজেপি সভাপতি রাজীব বিন্দলের সঙ্গে নাড্ডা পরিস্থিতির পর্যালোচনা করতে সে রাজ্যে সফরে রয়েছেন ।
এনডিআরএফ-এর পরিদর্শক রূপ শরণ বলেন, "সামার হিল এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের আজ সপ্তম দিন । এ পর্যন্ত আমরা 17টি মৃতদেহ উদ্ধার করেছি এবং আমরা অন্য তিনজন নিহতের সন্ধান করছি । এসডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অন্য ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আশা করছি ৷"
সিমলা পৌরনিগমের সামার হিল ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বীরেন্দর ঠাকুর বলেন যে, ঘটনাস্থলে মোতায়েন উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযান চালাচ্ছে ।
তাঁর কথায়, "ঘটনাস্থলে দলগুলির জন্য অনুসন্ধান অভিযান কঠিন হচ্ছে, উদ্ধার প্রচেষ্টার জন্য এখানে আনা মেশিনগুলি সাইটে পৌঁছতে অক্ষম, তাই সমস্ত উদ্ধারকাজ উদ্ধারকারী দলগুলি ম্যানুয়ালি পরিচালনা করছে ৷"