দিল্লি, 13 ডিসেম্বর : তিনদিন আগেই পশ্চিমবঙ্গ সফর থেকে ফিরেছেন । আর এবার কোরোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷
কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা - কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা
কোরোনায় আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রয়েছেন হোম আইসোলেশনে ।
J P Nadda
আজ টুইটারে একথা জানান তিনি । লেখেন, "কোরোনার কিছু লক্ষণ দেখে আমি পরীক্ষা করাই । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । আমার শরীরের অবস্থা ঠিক আছে । চিকিৎসকের পরামর্শমতো হোম আইসোলেশনে রয়েছি । গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে আইসোলেশনে গিয়ে কোরোনা পরীক্ষা করার অনুরোধ করছি ।"
9 ও 10 তারিখ পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি । সেখানে কর্মীসভা করার পাশাপাশি একটি সভাতেও যোগ দেন তিনি ।
Last Updated : Dec 13, 2020, 6:16 PM IST