পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি, খুশি স্থানীয়রা - ভারত ও পাক সেনা

নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতির সিদ্ধান্তে সহমত হয়েছে ভারতীয় ও পাক সেনাবাহিনী ৷ বুধবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয়েছে নয়া নিয়ম ৷ পদক্ষেপ স্বাগত জানিয়েছেন জম্মু-কাশ্মীরের গুরেজ় এলাকার বাসিন্দারা ৷ সীমান্ত সংঘর্ষে ইতিমধ্যেই যাঁদের হারাতে হয়েছে অনেক কিছু ৷

J-K border residents welcome India-Pakistan ceasefire agreement
ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি, খুশি স্থানীয়রা

By

Published : Feb 27, 2021, 3:33 PM IST

গুরেজ় (বান্দিপোরা), 27 ফেব্রুয়ারি: ভারত-পাক সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন বান্দিপোরার গুরেজ় এলাকার বাসিন্দারা ৷ দীর্ঘদিন ধরে পাক সেনার বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে ৷ যার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তের বাসিন্দাদের ৷ এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতিতে সহমত হয়েছে পড়শি দুই দেশের সেনাবাহিনী ৷ দীর্ঘদিন ধরে যা কাঙ্খিত ছিল সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কাছে ৷ অবশেষে তা কার্যকর হওয়ায় স্বভাবতই খুশি তাঁরা ৷

ভারত ও পাকিস্তানের তরফে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, সীমান্ত লাগোয়া প্রত্য়েকটি সেক্টরে এলওসি বরাবর সংঘর্ষবিরতি সংক্রান্ত সবক’টি চুক্তিই কঠোরভাবে পালন করতে বদ্ধপরিকর দু’পক্ষ ৷

গত বুধবার মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে নয়া নিয়ম ৷ সূত্রের খবর, ডিরেক্টর জেনারেল পদমর্যাদার সেনা আধিকারিকদের বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী ৷ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় যাতে দু’পক্ষেরই স্বার্থরক্ষা করা সম্ভব হয় এবং শান্তি বজায় থাকে, তারজন্য সহমত হয়েছেন সংশ্লিষ্ট সেনা আধিকারিকরা ৷ স্থির হয়েছে, দু’পক্ষই একে অপরের সমস্য়ার কথা শুনবে এবং যাতে অশান্তি ও হিংসা না ছড়ায়, তা নিশ্চিত করবে ৷

আরও পড়ুন:জম্মুতে সেনার গুলিতে খতম 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

ভারত ও পাক সেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ সেই তালিকায় রয়েছে জেকেএনসি, পিডিপি-র মতো দলগুলিও ৷

সীমান্তে গোলাগুলি চললে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন সেখানকার বাসিন্দারাই ৷ মাঝেমধ্যেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় তাঁদের ৷ নষ্ট হয় ঘরবাড়ি, খোয়াতে হয় প্রাণ ৷ ভারত ও পাকিস্তানের মধ্য়ে সীমান্তের দৈর্ঘ্য 3 হাজার 323 কিলোমিটার ৷ এরমধ্যে 221 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এবং 740 কিলোমিটার নিয়ন্ত্রণরেখা জম্মু-কাশ্মীরের অন্তর্গত ৷

ABOUT THE AUTHOR

...view details