জম্মু, 2 জানুয়ারি : পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর উপর গ্রেনেড হামলা । জম্মু ও কাশ্মীরের ত্রাল বাস স্ট্যান্ড এলাকায় নিরাপত্তাবাহিনীর উপর হামলা করে জঙ্গিরা । প্রাথমিকভাবে জানা গেছে , ঘটনায় সাতজন সাধারণ মানুষ জখম হয়েছেন । জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জখম ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরের ত্রাল বাসস্ট্যান্ডে নিরাপত্তাবাহিনীর কর্মীদের দিকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে । কিন্তু তা লক্ষ্যচ্যূত হয় এবং বাজারে গ্রেনেড বিস্ফোরণ হয় । ফলে সাতজন নাগরিক জখম হন ।