পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Srinagar gunfight : বর্ষশেষে শ্রীনগরে গুলির লড়াই, নিকেশ 3 অজ্ঞাতপরিচয় জঙ্গি - Kashmir Zone Police tweet

শুক্রবার রাতভর এনকাউন্টার চলে শ্রীনগরের পান্থা চক এলাকায় ৷ নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে খতম হয় 3 জঙ্গি ৷ তাদের পরিচয় জানা যায়নি (Srinagar gunfight) ৷

Srinagar gunfight
শ্রীনগরে এনকাউন্টার

By

Published : Dec 31, 2021, 7:42 AM IST

শ্রীনগর, 31 ডিসেম্বর :অজ্ঞাতপরিচয় তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷ শুক্রবার শ্রীনগরের পান্থা চক এলাকায় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে নিকেশ হয়েছে তারা, দাবি করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ রাতভর চলা এই এনকাউন্টারে জখম হয়েছেন তিনজন পুলিশকর্মী এবং এক সিআরপিএফ জওয়ানও (Srinagar gunfight) ৷

কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার (IGP Kashmir Vijay Kumar) একটি টুইট করে জানিয়েছেন, "তিনজন জঙ্গি মারা গিয়েছে ৷ তাদের পরিচয় জানা যায়নি ৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা জাতীয় জিনিস উদ্ধার করা হয়েছে ৷ তল্লাশি চলছে ৷"

বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায়, পান্থা চকের গোমান্দর মহল্লায় (Gomander Mohalla of Pantha Chowk) জঙ্গিরা রয়েছে ৷ পুলিশ এই জায়গাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে ৷

আরও পড়ুন : JeM terrorists killed : উপত্যকায় জারি গুলির লড়াই, দুই পাক নাগরিক সহ খতম 6 জইশ জঙ্গি

পুলিশের এক উচ্চআধিকারক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "তল্লাশি অভিযান চালানোর সময় যৌথ নিরাপত্তা বাহিনী বাড়িটির ভিতরে ঢোকে ৷ লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় ৷ দুর্ভাগ্যবশত, তিনজন পুলিশ কর্মী এবং এক সিআরপিএফ জওয়ান এতে জখম হয়েছেন ৷ চিকিৎসার জন্য তাঁদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"

এলাকার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আরও তিনজন জঙ্গি বাড়িটিতে লুকিয়ে রয়েছে ৷ গুলি চালানো বন্ধ হলেও তল্লাশি অভিযান চলছে ৷ এটা শেষ হলে মৃত জঙ্গিদের পরিচয় জানার কাজ চালানো হবে (J and K Police claims killing three unidentified militants) ৷

এর আগে, 13 নভেম্বর জঙ্গিরা শ্রীনগরের জেওয়ান অঞ্চলে পুলিশের গাড়ি আক্রমণ করে ৷ এতে তিনজন পুলিশ মারা গিয়েছেন এবং অন্য 11 জন জখম হয়েছেন ৷ পান্থা চকের খুব কাছেই জেওয়ান ৷ এবার দক্ষিণ কাশ্মীরে দু'টি ভিন্ন এনকাউন্টারে 6 জন জঙ্গি এবং একজন সেনা মারা গেলেন ৷

ABOUT THE AUTHOR

...view details