নয়াদিল্লি, 6 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল 2023 এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 এই অঞ্চলে 'বঞ্চিতদের ন্যায়বিচার' দেওয়ার লক্ষ্যেই ছিল । এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবি ভাষণের পর লোকসভায় ধ্বনিভোটে পাশ হল এই বিল । জম্মু ও কাশ্মীরের দুই সংশোধনী বিলের পক্ষে বুধবার লোকসভায় বিলগুলির উপর বিতর্কে অংশ নেওয়ার সময় অমিত শাহ বলেন, "জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল আদতে যাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছিল তাদের প্রতি ন্যায়বিচার করা এবং তাদের অধিকার প্রদানের সঙ্গে সম্পর্কিত ।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "এই ধরনের সম্প্রদায়গুলি পূর্ববর্তী ব্যবস্থাগুলির দ্বারা অপমানিত এবং উপেক্ষা করা হয়েছিল ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, “যে কোনও সমাজে বঞ্চিতদের এগিয়ে আনতে হবে। এটাই ভারতের সংবিধানের মূল অর্থ। কিন্তু তাদের এমনভাবে সামনের দিকে নিয়ে আসতে হবে যাতে তাদের সম্মান কমে না যায়। অধিকার দেওয়া এবং সম্মানের সঙ্গে অধিকার দেওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে ।”