পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh over Gujarat: 'বিজেপির সামনে কেউ দাঁড়াতে পারবে না', গুজরাত প্রসঙ্গে দাবি রাজনাথের

ভোটগণনার প্রাথমিক ফলাফল বলছে গুজরাতে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ৷ এ নিয়ে স্বভাবতই ঊচ্ছ্বসিত গেরুয়া শিবির ৷ ফল প্রসঙ্গে কী বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh over Gujarat BJP Victory) ?

Gujarat Rajnath Singh
ETV Bharat

By

Published : Dec 8, 2022, 11:46 AM IST

Updated : Dec 8, 2022, 2:30 PM IST

গান্ধিনগর, 8 ডিসেম্বর: সকাল 8টা ভোটগণনা শুরু হয়েছ ৷ এখনও পর্যন্ত প্রকাশিত ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে মোটামুটি পরিষ্কার যে, 2022-এও মোদি-রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি ৷ এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, "এতে বোঝা যাচ্ছে বিজেপি দেশের এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করে ৷ আমাদের দাবি মানুষের কাছে গ্রাহ্য হয়েছে ৷ গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Election 2022) ফলাফল নিশ্চিত করেছে যে বিজেপির সামনে কেউ দাঁড়াতে পারবে না ৷"

ঊচ্ছ্বসিত রাজনাথ সিং বলেন, "গুজরাতে ভোটের ফলাফল সরকারের পক্ষে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের অসীম আস্থা রয়েছে ৷ আমরা রেকর্ড গড়তে চলেছে ৷" 1995 সালে বিজেপি নেতা কেশুভাই প্যাটেলের (Keshubhai Patel) নেতৃত্বে গুজরাতের মসনদে বসে বিজেপি ৷ কিন্তু সেবার সরকার টিকিয়ে রাখতে না পারলেও পরে 1998 সাল থেকে সৌরাষ্ট্রের সিংহাসনে পদ্মফুল রয়েছে ৷ এবার জিতলে মোদি-রাজ্যে পরপর 6টি বিধানসভা নির্বাচনে জয়ের রেকর্ড গড়বে বিজেপি ৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বামশাসনের ছায়া গুজরাতে ? কী বলছে রাজনৈতিক অতীত

গুজরাতে দু'দফায় ভোট হয়েছে- 1 ডিসেম্বর ও 5 ডিসেম্বর ৷ তবে গড়ে মাত্র 66.31 শতাংশ ভোটার বুথমুখী হয়েছেন ৷ 2017 সালে বিধানসভা নির্বাচনে 71.28 শতাংশ ভোট পড়েছিল ৷ 182 আসন বিশিষ্ট গুজরাত বিধানসভার নির্বাচনে 624 জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ৷

Last Updated : Dec 8, 2022, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details