নয়াদিল্লি, 20 মে : আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ৷ সেক্ষেত্রে জুলাই নয় ৷ আয়কর রিটার্ন জমা দেওয়া শেষ তারিখ 30 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে ৷
2020-2021 অর্থবর্ষে 31 জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এদিকে, অডিটের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময় ৷ 30 নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ৷