পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ITI In Charge Accused in Rape: 5 বছর ধরে ছাত্রীকে ধর্ষণ, একাধিকবার গর্ভপাত! অভিযুক্ত আইটিআই ইনচার্জ

তার দাবি না মানলে অ্যাকাডেমিক কেরিয়ারের ক্ষতি করা হবে ৷ অশ্লীল ভিডিয়ো বানিয়ে তা ভাইরাল করে দেওয়ার হুমকিও দেখাতেন আইটিআইয়ের ইনচার্জ ৷ এভাবে 5 বছর ধরে সহযোগীর সাহায্যে ছাত্রীকে ধর্ষণ করত অভিযুক্ত ইনচার্জ ৷ কীভাবে এতদিন ধরে চলত নির্যাতন ? জানলে ভাববেন মানুষ কতটা নির্মম ও নিষ্ঠুরতার চূড়ান্ত নিদর্শন হতে পারে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 1:06 PM IST

পালওয়াল (হরিয়ানা), 22 সেপ্টেম্বর: সহকর্মীর সঙ্গে যোগসাজশ করে এক ছাত্রীকে 5 বছর ধরে ধর্ষণ ৷ এমনকি তাঁদের দাবি না মানলে মেয়েটির অ্যাকাডেমিক কেরিয়ারের ক্ষতি করার হুমকি পর্যন্ত দেওয়া হয় ৷ ঘটনায় অভিযুক্ত সংশ্লিষ্ট আইটিআইয়ের ইনচার্জ ৷ এমনকি নির্যাতিতাকে গর্ভপাত করতে বাধ্য করা হয়েছে বহুবার ৷ ঘটনা হরিয়ানার পালওয়াল জেলার।

হতবাক করার মতো বিষয়, পাঁচ বছর পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে নির্যাতিতা ছাত্রীর এফআইআর করার পর ৷ অভিযোগ, আইটিআই ইনচার্জ নীরজ অজয় নামে এক ব্যক্তির সহযোগিতায় পাঁচ বছর ধরে ছাত্রীকে ধর্ষণ করে । নির্যাতিতা জানিয়েছেন, তিনি এড়িয়ে যেতে চাইলেও নীরজ অনবরত তাকে বিরক্ত করত ৷ এমনকি এর জন্য নীরজ প্রভাব খাটিয়েছিল ছাত্রীর পরীক্ষার খাতায় ৷ ফলে একটি বিষয়ে ফেল করে যান তিনি ৷ তখন অভিযুক্ত ইনচার্জ মেয়েটিকে হুমকি দেন তাঁর কথায় রাজি না হলে তিনি অ্যাকাডেমিকভাবে ক্ষতি করবেন ৷

স্থানীয় থানার ইনচার্জ সত্যনারায়ণ জানান, অভিযুক্তরা মেয়েটির অশ্লীল ভিডিয়ো করে এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ৷ এই সুযোগে ছাত্রীকে পাঁচ বছর ধরে ধর্ষণ করে অভিযুক্তরা ৷ যার জেরে নির্যাতিতা পাঁচবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ অভিযুক্তরা ততবারই গর্ভপাত করাতে বাধ্য করে ৷ এমনকি অশ্লীল ভিডিয়ো ডিলিট করে দেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা টাকা দাবি করে ৷ এখানেই শেষ নয়, ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর অ্যাকাউন্ট থেকে 4.80 লক্ষ টাকা তুলে নেয় অভিযুক্তরা ৷

পুলিশ আধিকারিক আরও বলেছেন যে, নীরজ মেয়েটিকে অজয়ের বাড়িতে ডেকেছিল ৷ সেখানে তারা ওই ছাত্রীকে নেশাজাতীয় কোল্ড ড্রিংকস দেয় ৷ যা পান করার পরই অজ্ঞান হয়ে যায় মেয়েটি । এরপর অভিযুক্তরা দু'জনেই তাকে একটি ফার্ম হাউসে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিয়ো করার পাশাপাশি ধর্ষণ করে ৷ জ্ঞান ফেরার পরও কিছু বুঝতে পারছিলেন না নির্যাতিতা ৷ নীরজ তাকে হুমকি দিয়ে বলে বিষয়টি কাউকে জানালে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেবে ৷ এই কথা শুনে সম্মান নষ্টের ভয়ে চুপ করে যান নির্যাতিতা ৷

এই ঘটনায় ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্তরা গর্ভপাত করায় ৷ গর্ভাবস্থার সময় আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে যে, নির্যাতিতার গর্ভস্থ ভ্রুণ তিনমাসের ৷ এই অবস্থাতেও অভিযুক্ত তার বাবা-মা ও অন্যান্য সহযোগীদের সাহায্য নিয়ে মেয়েটির গর্ভপাত করায় ৷ গর্ভপাতের পরে নির্যাতিতাকে পাঁচদিন ওয়ো হোটেলে রেখে তারপর বাড়ি পাঠানো হয় ৷ এরপরও নির্যাতিতা অশ্লীল ভিডিয়ো মুছে দেওয়ার কথা বললে তাকে খুন করার হুমকি দেয় অভিযুক্ত ৷ পুলিশে অভিযোগ দায়ের করার বিরুদ্ধেও নির্যাতিতাকে বারবার হুমকি দিত অভিযুক্তরা ৷

অবশেষে একটি এফআইআরের ভিত্তিতে অভিযুক্ত নীরজ, অজয়, মুরারিলাল, খিবলিশ ও এক মহিলার বিরুদ্ধে আইপিসির 313, 328, 343, 354এ, 376ডি, 377, 384, 120বি, 506 ধারা এবং অস্ত্র আইনের 25 ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ।

আরও পড়ুন : নির্ভয়াকাণ্ডের ছায়া! গণধর্ষণ করে নাবালিকাকে গাড়ি থেকে ছুড়ে ফেলল 3 যুবক

ABOUT THE AUTHOR

...view details