পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Taliban: আফগানিস্তান থেকে দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সিকিউরিটি কমান্ডার

আফগানিস্তান থেকে নিরাপদে ফিরে আসা জওয়ানদের মধ্যে একজন কর্নাটকের গাদাগ জেলার রবি নীলাকর ৷ আফগানিস্তানে গত দু'বছর ধরে ভারতীয় দূতাবাসের সিকিউরিটি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন নীলাকর ৷

ITBP soldier
ITBP soldier

By

Published : Aug 23, 2021, 12:57 PM IST

Updated : Aug 23, 2021, 5:31 PM IST

গদাগ (কর্নাটক), 23 অগস্ট : আফগানিস্তান থেকে ফিরে তালিবানের আতঙ্কের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এক আইটিবিপি জওয়ান ৷ কর্নাটকের বাসিন্দা রবি নীলাকর নামে ওই জওয়ান সম্প্রতি দেশে ফিরেছেন ৷ নিরাপদে ফেরার পর নীলাকর বলছেন, দুশোর বেশি ভারতীয় সেনার উপর হামলা করেছিল তালিবান ৷ অনেকেই আহত হয়েছেন ৷ কেড়ে নিয়েছে জওয়ানদের দামি দামি জিনিসপত্র ৷ এমনকী বিমানে উঠতেও বাধা দেওয়া হয় ৷

আফগানিস্তানে তালিবান দখল নেওয়ার পর ওদেশের অবস্থা টালমাটাল ৷ তালিবানি শাসন থেকে বাঁচতে হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালিয়েছেন ৷ আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার কাজ দ্রুতগতিতে চলছে ৷ রোজই কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে ৷ আজ সকালেও 146 জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন ৷ তাঁদের মধ্য ভারতীয় দূতাবাসের কর্মী ও দূতাবাসের নিরাপত্তায় মোতায়েন সেনারা রয়েছেন ৷ তেমনই একজন ভারতীয় জওয়ান রবি নীলাকর ৷ কর্নাটকের গাদাগ জেলার বলাগানুর গ্রামের ছেলে রবি 12 বছর আগে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে যোগ দেন ৷ গত দু'বছর ধরে তিনি আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের সিকিউরিটি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন ৷ তালিবানরা আফগানিস্তানে ঢুকতেই কেন্দ্রীয় সরকারের তরফে দ্রুত পদক্ষেপ নিয়ে আইটিবিপি জওয়ানদের এয়ারলিফ্ট করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয় ৷

আরও পড়ুন : Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও

বর্তমানে দিল্লিতে কোয়ারান্টিনে থাকা রবি নীলাকর তালিবানি সন্ত্রাসের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ৷ তিনি বলেছেন, "দুশো-র বেশি ভারতীয় সেনার উপর হামলা চালায় তালিবানরা ৷ অল্প হলেও আমার চোট লাগে ৷ আফগানিস্তানে থাকাকালীন একটা নতুন টিভি কিনেছিলাম ৷ সেটাও তালিবানরা চুরি করে নেয় ৷ এমনকি বিমানে উঠতে গেলে ওরা বাধা দিচ্ছিল ৷" তবে শেষ পর্যন্ত নিরাপদেই দেশে ফিরে আসেন তিনি ৷ আরটিপিসিআর পরীক্ষার পর কর্নাটকে নিজের বাড়িতে ফেরার অপেক্ষা করছেন রবি ৷

Last Updated : Aug 23, 2021, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details