চণ্ডীগড়, 3 ফেব্রুয়ারি: রাহুল গান্ধির (anil vij personal comment on rahul gandhi) বাবা ভারতীয় ৷ মা ইতালীয় ৷ সেই কারণেই একটি ভারতের মধ্যে দুটি ভারতকে দেখতে পান তিনি ৷ আর তাঁর চিন্তা ভাবনায় সবসময় একটা দ্বন্দ্ব কাজ করে ৷ আর্থিক বৈষম্য প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দুটি ভারত গড়ে তোলার অভিযোগ করেছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে এ ভাবেই তাঁর বাবা-মাকে টেনে আনলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী (haryana home minister anil vij) অমিল ভিজ (Anil Vij slams Rahul Gandhi for two Indias remark)৷
হিন্দিতে টুইট করে ভিজ (anil vij on rahul gandhi two india statement) লিখেছেন, "একটি ভারতের মধ্যেই দুটি ভারতকে দেখাটা রাহুল গান্ধির জন্য স্বাভাবিক ৷ কারণ তিনি দুটি সংস্কৃতির মধ্যে বড় হয়ে উঠেছেন ৷ তাঁর মা সোনিয়া গান্ধি ইতালীয় ৷ বাবা রাজীব গান্ধি ভারতীয় ৷ তিনি (রাহুল) ভারত ও ইতালি এই দুই সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছেন ৷ তাই তাঁর চিন্তা ভাবনায় সবসময় একটা দ্বন্দ্ব কাজ করে ৷"