পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hacking Attempt Alert Issue: ফোনে নজরদারি সতর্কবার্তার বিষয়ে অ্যাপলকে নোটিশ কেন্দ্রের - কেন্দ্রের তথ্য প্রযুক্তি সচিব এস কৃষ্ণান

IT Secretary on Hacking Attempt Alert Issue: ফোনে নজরদারি সতর্কবার্তার বিষয়টি তদন্ত শুরু করেছে সিইআরটি-ইন ৷ বৃহস্পতিবার কেন্দ্রের তথ্য-প্রযুক্তি সচিব এস কৃষ্ণান জানিয়েছেন, এই নিয়ে অ্যাপলকে নোটিশও দেওয়া হয়েছে ৷

Apple
Apple

By PTI

Published : Nov 2, 2023, 12:43 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর: অ্যাপলের সতর্কতামূলক বার্তার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিইআরটি-ইন ৷ এই নিয়ে সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশও দিয়েছে কম্পিউটার সিকিউরিটি সংক্রান্ত এই নোডাল এজেন্সি ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রের তথ্য-প্রযুক্তি সচিব এস কৃষ্ণান ৷ সিইআরটি-ইন বা দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম-কে তদন্তে অ্যাপল সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেছেন এস কৃষ্ণান ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে ফোনে নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র-সহ একাধিক বিজেপি বিরোধী রাজনীতিক ৷ অ্যাপল থেকে সেই সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন ৷ সেই নিয়েই সিইআরটি-ইন কে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

সেই তদন্ত নিয়েই কেন্দ্রের তথ্য-প্রযুক্তি সচিব এ দিন এই তথ্যগুলি উল্লেখ করেছেন ৷ এ দিন তিনি নয়াদিল্লিতে মেইটি-এনএসএফ রিসার্চ কোলাবোরেশনের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৷ সেই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তদন্ত সংক্রান্ত এই তথ্য জানান ৷ প্রসঙ্গত, দেশে তথ্য-প্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত কোনও অভিযোগ উঠলে, সেই বিষয়গুলি খতিয়ে দেখাই কাজ সিইআরটি-ইন এর ৷ তারা সরাসরি কেন্দ্রের তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারে এখন এই মন্ত্রক রয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অধীনে৷ কেন্দ্রের বিরুদ্ধে নজরদারির অভিযোগ ওঠার পর তিনি নিজেই এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন ৷ তবে দাবি করেছিলেন যে বিশ্বের দেড়শোটি দেশের অ্যাপল ব্যবহারকারীদের কাছে এই ধরনের সতর্কবার্তা পৌঁছেছে ৷ তাই এই নিয়ে তদন্ত করবে কেন্দ্র৷ তাঁর এই ঘোষণার পর তদন্তের কাজ যে শুরু হয়েছে, তা স্পষ্ট হল কেন্দ্রের তথ্য-প্রযুক্তি সচিব এস কৃষ্ণানের কথায় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, অ্যাপলের এই সতর্কবার্তার বিষয়টি প্রথম নজরে আসে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের করা একটি সোশাল মিডিয়া পোস্ট থেকে ৷ পরে জানা যায় যে শুধু মহুয়া নন, এই ধরনের বার্তা পেয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ শশী থারুর, কংগ্রেস নেতা পবন খেরা, কেসি বেণুগোপাল, সুপ্রিয়া শ্রীন্তে, টিএস সিংদেও ও ভূপিন্দর সিং হুডা, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব ৷

এখন দেখার সিইআরটি-ইন এর তদন্তে কী উঠে আসে ! বিরোধীদের অভিযোগ সত্যি ? আর অভিযোগ সত্যি যদি না হয়, তাহলে কেন ওই মেসেজ তাঁরা পেলেন ? উত্তরের অপেক্ষায় রয়েছে সকলেই ৷

আরও পড়ুন:বিষদে তথ্য দিলে রাষ্ট্রপরিচালিত হ্যাকারদেরই সুবিধা হবে, হ্যাকিং বিতর্কে বার্তা অ্যাপলের

ABOUT THE AUTHOR

...view details