পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো - কংগ্রেস সাংসদ

Odisha Cash haul: ওড়িশায় আয়কর হানায় উদ্ধার করা হয়েছে প্রায় 300 কোটি টাকা ৷ অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর যোগ আরও জোরালো হচ্ছে ৷

Odisha Cash haul
ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 10:47 AM IST

Updated : Dec 10, 2023, 2:28 PM IST

ভুবনেশ্বর, 10 ডিসেম্বর: ওড়িশায় দেশি মদ তৈরির কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমে প্রকাশ্যে আসছে ৷ গত তিন ধরে অভিযান চলছে আয়কর বিভাগের ৷ শনিবারও ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে আশ্বাস দিয়েছেন যে, "জনসাধারণের কাছ থেকে লুট করা অর্থ ফেরত দেওয়া হবে ৷" আর তার ঠিক একদিন পরই ওড়িশায় আইটি অভিযানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হল ৷

বিপুল অর্থ উদ্ধারের খতিয়ান:

1. শুক্রবার পর্যন্ত প্রায় 225 কোটি টাকা উদ্ধার করার পরে, শনিবার বলাঙ্গির জেলার সুদাপাড়া এলাকায় একটি দেশি মদ প্রস্তুতকারকের বাড়ি থেকে আইটি আধিকারিকরা আরও 20টি নগদ বোঝাই ব্যাগ বাজেয়াপ্ত করেছে । সুদাপাড়া থেকে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ গণনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিক ৷ তিনি বলেছেন, সেখান 50 কোটি টাকার বেশি রয়েছে বলে মনে করা হচ্ছে ।

2. আইটি আধিকারিকরা শুক্রবার বলাঙ্গিরের এসবিআই-এর প্রধান শাখায় 156টি নগদ বোঝাই ব্যাগ গণনার জন্য নিয়ে যায় । দেশি মদ তৈরির গোষ্ঠী এবং এর সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে অভিযানে হিসেব বহির্ভূত যে নগদ বাজেয়াপ্ত করা হয়েছে, তা 290 কোটি টাকায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে ৷ একটি একক অভিযানে কোনও সংস্থার উদ্ধার করা কালো টাকার পরিমাণ এটাই দেশে 'সর্বোচ্চ' বলে জানা যাচ্ছে ৷

3. পশ্চিম ওড়িশার অন্যতম বৃহত্তম দেশি মদ প্রস্তুতকারক বলদেব সাহু অ্যান্ড গ্রুপ অফ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের উত্পাদন ইউনিট এবং প্রাঙ্গণে অভিযান চালানোর পরে, আইটি বিভাগ এ বার এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তির অফিস এবং বাসস্থানকে টার্গেট করেছে ৷

4. দেশি মদের কোম্পানির সঙ্গে ঝাড়খণ্ডের কংগ্রেস (রাজ্যসভার) সাংসদ ধীরজ সাহুর সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে, যাঁর পরিবারের সদস্যরা এই ব্যবসা চালান । আইটি ডিজি সঞ্জয় বাহাদুর, যিনি গত তিন দিন ধরে ভুবনেশ্বরেই থেকে এই অভিযানে নেতৃত্বে দিচ্ছেন, তিনি চলমান অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন । শনিবার সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের লোকজন এটা নিয়ে কাজ করছে ।"

5. 150 জন আধিকারিক দেশি মদ তৈরির গোষ্ঠীতে অভিযানে অংশ নিয়েছেন, আইটি বিভাগ হায়দরাবাদের আরও 20 জন আধিকারিককে অভিযানের সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ডিজিটাল নথিগুলির যাচাইয়ের জন্য নিযুক্ত করেছে । বাজেয়াপ্ত হওয়া টাকা সম্বলপুর এবং বলাঙ্গিরের দুটি এসবিআই শাখায় গণনা করা হচ্ছে ।

6. বাজেয়াপ্ত হওয়া নগদে বেশিরভাগই 500 টাকার নোট রয়েছে ৷ এটি গণনা করা যথেষ্ট কঠিন কাজ হয়ে উঠেছে এবং নোটের ভারে মেশিনগুলিতে সমস্যা তৈরি হচ্ছে ৷ প্রক্রিয়াটিকে সহজ করতে বিভিন্ন ব্যাংক থেকে নগদ গণনার মেশিন আনা হয়েছে ।

7. সম্বলপুর, রাউরকেলা, বলাঙ্গির, সুন্দরগড় এবং ভুবনেশ্বরে অভিযান চালানো হয় । প্রধানমন্ত্রী মোদি অভিযানের একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছিলেন, "দেশবাসীর উচিত এই নগদের স্তূপের দিকে নজর দেওয়া এবং তারপরে সততার সঙ্গে (কংগ্রেস) নেতাদের বক্তৃতা শোনা । জনগণের কাছ থেকে লুট করা প্রতিটি পয়সা ফিরিয়ে দিতে হবে । এটাই মোদির গ্যারান্টি ।"

8. ওড়িশার ক্ষমতাসীন বিজেডি একটি বিবৃতিতে আয়কর অভিযানকে স্বাগত জানিয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, "ঝাড়খণ্ডের বিজেপি নেতারা বলছেন বাজেয়াপ্ত করা টাকা কংগ্রেস নেতাদের । অন্যদিকে, কংগ্রেস নেতারা বলছেন এটি বিজেপি নেতাদের । উভয়েই একে অপরকে দোষারোপ করছেন । মনে হচ্ছে, বিজেপি এবং কংগ্রেস উভয় নেতাই এই ব্যবসায়ীর কাছে তাঁদের টাকা লুকিয়ে রেখেছিলেন ।"

9. বিরোধী বিজেপি এ বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ ওড়িশা বিজেপির সভাপতি মনমোহন সামাল বলেন, "ওড়িশায় এমন লজ্জাজনক ঘটনা ঘটার পরও কীভাবে নীরব রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ মুখ্যমন্ত্রীর নাকের তলা দিয়ে এই বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার করল আয়কর দফতর ৷"

10. বিজেডি সরকারকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন যে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ সাহুর পরিবারের সদস্যরা কালো টাকার কারবারে যুক্ত ছিলেন ৷ অথচ সাংসদকে সুরক্ষা দিয়ে আসছিল ওড়িশার স্থানীয় দলগুলি ৷

আরও পড়ুন:

  1. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  2. কয়েকশো কোটির কর ফাঁকি! এসপি নেতা আজম খানের বাড়িতে টানা 60 ঘণ্টা আয়কর-তল্লাশি
  3. 11 ঘণ্টার ম্যারাথন তল্লাশি! রাতেই কৃষ্ণ কল্যাণীর অংশীদারি বেগরাজ গ্রুপের অফিস ছাড়ল আয়কর
Last Updated : Dec 10, 2023, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details