নয়াদিল্লি, 18 নভেম্বর: ডিপফেক ইস্যুতে তীব্র আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বাসযোগ্য চিত্র, অডিয়ো এবং ভিডিয়ো তৈরি করতে ব্যবহৃত হচ্ছে ৷ শনিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের আধিকারিকদের সঙ্গে দেখা করবে, কথা বলবে ৷
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অশ্বিনী বৈষ্ণব বলেন, "ডিপফেক আমাদের সকলের জন্য একটি বড় সমস্যা ৷ আমরা সম্প্রতি সমস্ত বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নোটিশ জারি করেছি ৷ ডিপফেকগুলি চিহ্নিত করার জন্য পদক্ষেপ নিতেও বলা হয়েছে ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জানিয়েছে তারা ব্যবস্থা নিচ্ছে ৷ আমরা তাদের এই কাজে আরও বেশি কঠোর হতে বলেছি।"
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আরও উল্লেখ করেন, অনলাইন প্ল্যাটফর্মগুলিও নিরাপদে থাকবে না যদি তারা ডিপফেকগুলি অপসারণের জন্য পর্যাপ্ত পদক্ষেপ না নেয়। বৈষ্ণব বলেন, "আমাদের দেখা উচিত যে 'সেফ হারবার' ক্লজ যা বেশিরভাগ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি উপভোগ করছে, যদি প্ল্যাটফর্মগুলি তাদের জায়গা থেকে ডিপফেকগুলি সরানোর জন্য পর্যাপ্ত পদক্ষেপ না নেয় তবে 'সেফ হারবার' ক্লজও তাদের জন্য প্রযোজ্য হবে না ৷"
আইটি মন্ত্রী বলেন, "তারা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমরা মনে করি আরও দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা খুব শীঘ্রই সমস্ত প্ল্যাটফর্মের সঙ্গে একটি বৈঠক করতে চলেছি ৷ সম্ভবত আগামী 3-4 দিনের মধ্যেই সেই বৈঠক আমরা করব। তাদের নিশ্চিত করতে হবে, প্ল্যাটফর্মগুলি এটি (ডিপফেক) প্রতিরোধ করার জন্য এবং তাদের সিস্টেম ঠিক করার জন্য পর্যাপ্ত প্রচেষ্টা করবে ৷” মেটা এবং গুগলের মতো বড় প্ল্যাটফর্মগুলিকে বৈঠকের জন্য ডাকা হবে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, তাদেরও ডাকা হচ্ছে ৷