সিমলা, 8 নভেম্বর: বাবা-মাকে ভরণপোষণের টাকা দেওয়া সন্তানের দিক থেকে শুধু নৈতিক বিষয় নয়, আইনগত দায়িত্বও বটে । এক মা তাঁর ছেলের কাছে থেকে খোরপোষের টাকা চেয়ে হিমাচল প্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন হিমাচল হাইকোর্টের বিচারপতি বিবেক সিং ঠাকুর । আদালত ছেলেকে প্রতি মাসে মাকে 2 হাজার টাকা করে ভরণপোষণ দিতে বলে । মা ও ছেলের সম্পর্ক এবং আইনি দিকগুলি মাথায় রেখে এখন থেকে প্রতি মাসের 7 তারিখের আগে মহিলাকে ওই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
জানা গিয়েছে, ওই মহিলা সিরমাউর জেলার পাওন্তা সাহেব এলাকার বাসিন্দা । তিনি আদালতে জানান, তাঁর 4 ছেলে ও 4 মেয়ে রয়েছে । তিনি সন্তানদের লেখাপড়া করিয়েছেন ও উপার্জনের যোগ্য করে তুলেছেন। তবে স্বামীর মৃত্যুর পর ঘটে বিপত্তি ৷ স্বামীর মৃত্যুর পর তিনি ছেলেদের মধ্যে কৃষি জমি সমানভাবে ভাগ করে দেন । তিনি নিজের কাছে কোনও জমি রাখেন না । শেষে জমি ভাগাভাগির পর তা হাতে পেয়ে 4 ছেলেই মাকে হয়রানি করতে থাকে ৷ এমনটাই মহিলার অভিযোগ ।
মহিলার দাবি, 10 বছর আগে অর্থাৎ 2013 সালে ছেলেরা তাঁকে জোর করে স্বামীর ভিটে থেকে বের করে দেন । এরপর অন্য একটি ছেলের দয়ায় তিনি পাশের গ্রামে গিয়ে থাকতে শুরু করেন । তবে তাঁর নির্দিষ্ট কোনও বাড়ি না থাকায় মেয়েরাও তার সঙ্গে দেখা করতে আসতে পারেন না । তাই তিনি ছেলেদের কাছ থেকে ভরণপোষণ চেয়ে আদালতের দ্বারস্থ হন ৷ নিম্ন আদালতে মামলা করার পর দুই ছেলে 5 হাজার ও এক ছেলে প্রতি মাসে 3 হাজার টাকা মাকে খোরপোষ দিতে রাজি হন ।
আরও পড়ুন:স্বামীর ইস্তফাপত্র প্রত্যাহার করতে পারবেন না স্ত্রী, রায় কর্ণাটক হাইকোর্টের
তবে বাধ সাধে অন্য আরেক ছেলে ৷ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই ছেলেকে মাকে প্রতি মাসে 3 হাজার টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেন । এরপর এই নির্দেশকে দায়রা জজ আদালতে চ্যালেঞ্জ করেন ছেলে । দায়রা জজ আদালত ছেলের আপিল গ্রহণ করে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশ খারিজ করে দেয় । দায়রা জজ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হিমাচল হাইকোর্টে মামলা করেন মা । সেই মামলায় উচ্চ আদালত ছেলেকে প্রতিমাসে মাকে 2 হাজার টাকা করে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে ।