জেনেভা, 27 জানুয়ারি : দিল্লিতে হিংসাত্মক কৃষক আন্দোলনের সমালোচনা করল রাষ্ট্রসংঘ ৷ গতকাল কৃষকদের আন্দোলনের জেরে পুলিশের সঙ্গে যে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে তারও সমালোচনা করা হয়েছে তাদের তরফে ৷ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের এক মুখপাত্র এই প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন, জমায়েত করার স্বাধীনতা এবং হিংসা না ছড়ানো খুবই গুরুত্বপূর্ণ ৷
মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি ৷ পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কৃষকরা ৷ শেষে লালকেল্লায় কৃষকরা পতাকা তোলেন ৷ এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই ৷
গতকালের ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে ৷ 300 জন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ দিল্লি পুলিশের তরফে 22টি বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ সেই প্রসঙ্গই উঠে এসেছে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিকের সাংবাদিক বৈঠকে ৷ তিনি বলেন, ‘‘অন্য ঘটনার মতো এই ক্ষেত্রে বলতে পারি শান্তিপূর্ণ প্রতিবাদ, জমায়েতের স্বাধীনতা ও অহিংসাকে সম্মান করা উচিত৷’’
আরও পড়ুন :"দিল্লির বিক্ষোভকারীরা কৃষক নন, জঙ্গি"; বলছেন কর্নাটকের মন্ত্রী
কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন পাস করায় ৷ নভেম্বরের শেষ থেকে আন্দোলনে নামে 41টি কৃষক সংগঠন ৷ সংযুক্ত কিষান মোর্চা নামে একটি যৌথ মঞ্চ তৈরি করা হয় ৷ আন্দোলনকারীদের দাবি, ওই তিনটি আইন কৃষক বিরোধী ৷ তাই তা প্রত্যাহার করতে হবে ৷ কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে ৷ কিন্তু তার মধ্যেই মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি ।