পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনলাইন গেম খেলতে বারণ করায় বহুতল থেকে ঝাঁপ কিশোরের - নয়ডায় কিশোরের মৃত্যু

অনলাইন গেম খেলছিল বছর পনেরোর এক কিশোর ৷ বকাঝকা ও ফোন কেড়ে নেওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ পরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে বলে জানা গিয়েছে ৷

অনলাইন গেম খেলতে বারণ করায় বহুতল থেকে ঝাপ কিশোরের
অনলাইন গেম খেলতে বারণ করায় বহুতল থেকে ঝাপ কিশোরের

By

Published : Apr 2, 2021, 12:31 PM IST

নয়ডা, 2 এপ্রিল : মোবাইলে অনলাইন গেম খেলতে বারণ করায় নির্মীয়মাণ এক বহুতল থেকে ঝাঁপ বছর পনেরোর এক কিশোরের ৷ গতকাল সকালে নয়ডার ফেজ 2 থানার অন্তর্গত এক কনস্ট্রাকশান সাইটে ওই কিশোরের দেহ উদ্ধার হয় ৷ মৃত ওই কিশোরের বাড়ি কনস্ট্রাকশান সাইট চত্বরে ৷ বাবা-মায়ের ধমকের জন্য ওই কিশোর আত্মহত্যা করেছে মনে করা হচ্ছে ৷

পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (ক্রাইম) এলামারান জি বলেন, "কিশোরকে মোবাইলে খেলা বন্ধ করার জন্য বাবা-মা ধমক দেয় ৷ তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ পরদিন সকালে তার দেহ উদ্ধার হয় বাড়ির কাছাকাছি এক নির্মীয়মাণ বহুতলের সামনে ৷ আগের রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল সে ৷"

আরও পড়ুন : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফ্রিডম 251 স্মার্টফোনের আবিষ্কর্তা

পুলিশ জানায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থান পরিদর্শন করেছেন ৷ তাঁদের অনুমান, ওই কিশোর তৃতীয় তল থেকে ঝাঁপ দিয়েছিল ৷ তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details