নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: এবার থেকে ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডে (এনজেডিজি) থাকবে সুপ্রিম কোর্টের তথ্যও ৷ যা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন এবং নিষ্পত্তি করা মামলাগুলি ট্র্যাক করে । বৃহস্পতিবার ঘোষণা করেছেন দেশের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় ৷ এদিন আদালতের শুনানির শুরুতে প্রধান বিচারপতি বলেন, ‘‘এটি একটি ঐতিহাসিক দিন ৷ কারণ শীর্ষ আদালতের ডেটা ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডে রিয়েল-টাইম ভিত্তিতে আপলোড করা হবে । এটি একটি অনন্য এবং তথ্যপূর্ণ প্ল্যাটফর্ম যা এনআইসি এবং সুপ্রিম কোর্টের ইন-হাউস টিম দ্বারা তৈরি করা হয়েছে ।’’
তিনি বলেন যে একটি বাটনে ক্লিক করলেই বিভিন্ন মামলার মুলতুবি এবং নিষ্পত্তি, বছরভিত্তিক, নিবন্ধিত এবং অনিবন্ধিত মামলার মোট মুলতুবি থাকা এবং সিদ্ধান্ত নেওয়া মামলার রিয়েল-টাইম তথ্য দেখা যাবে । তিনি জানান, এনজেডিজিতে ডেটা আপলোড ডোমেন স্বচ্ছতা নিশ্চিত করবে । প্রধান বিচারপতি বলেন, ‘‘বর্তমানে 583টি মামলা তিন বিচারপতির বেঞ্চে বিচারাধীন রয়েছে ৷ তিনি শীঘ্রই সেগুলো শুনানির জন্য বেঞ্চ গঠন করবেন । তথ্য অনুযায়ী, পাঁচ বিচারপতির বেঞ্চে 288টি এবং সাত বিচারপতির বেঞ্চে 21টি মামলা এবং নয় বিচারপতির বেঞ্চে 135টি মামলা বিচারাধীন ।
চলতি বছরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ আদালতে 37,777টি মামলা দায়ের করা হয়েছে ৷ 36,164টি মামলার নিষ্পত্তি করা হয়েছে । তথ্যে দেখা গিয়েছে, গত মাসে সর্বোচ্চ আদালতে 5,412টি মামলা করা হয়েছিল এবং 5,033টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল ৷ নিবন্ধিত মামলার মোট মুলতুবি 64,854টি এবং অনিবন্ধিত মামলাগুলির মোট মুলতুবি 15,490টি ।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড (NJDG) পোর্টালে অনবোর্ডিং করার সঙ্গে সঙ্গেই ই-কোর্টস প্রকল্পের ফ্ল্যাগশিপ প্রকল্পটি বৃত্ত সম্পূর্ণ করেছে । এখন আমাদের এনজেডিজি পোর্টালে ভারতীয় বিচার বিভাগের তিনটি স্তর রয়েছে ।’’