দিল্লি, 28 ফেব্রুয়ারি:আবারও মহাকাশে দাপাদাপি ভারতের । রবিবার বছরের প্রথম উত্ক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা । অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সকাল 10:24-এ ভারতীয় রকেটের উত্ক্ষেপণ করে ইসরো । এই স্যাটালাইট ভাগবত গীতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে মহাকাশে পাড়ি দেয় ।
সতীশ ধাওয়ান স্যাটালাইট বা এসডি স্যাট নামের এই কৃত্রিম উপগ্রহের দ্বারা মহাকাশে 25,000 ব্যক্তির নাম পাঠানো হয় । ন্যানোস্যাটালাইটে চড়ে মহাকাশের পথে ভাগবত গীতার একটি কপিও। শীর্ষ প্যানেলে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি । তাঁর আত্মনির্ভর ও মহাকাশ বেসরকারিকরণের উদ্যোগকে কুর্নিশ জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওই প্যানেলেই নীচের দিকে রয়েছে ইসরোর চেয়ারপার্সন ডা. কে সিভন ও সায়ান্টিফিক সেক্রেটারি ড. উমামহেশ্বরণের নাম ।