নয়াদিল্লি, 28 নভেম্বর: আবারও এক বিরল কৃতিত্ব অর্জন করল ইসরো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপ গত আট বছরে 600টিরও বেশি গামা-রে বার্স্ট (জিআরবি) অর্থাৎ গামা রশ্মির বিস্ফোরণ শনাক্ত করেছে ৷ এই জিআরবি-র প্রতিটি একটি বিশাল নক্ষত্রের মৃত্যু বা নিউট্রন নক্ষত্রসমূহের একত্রীকরণকে চিহ্নিত করে ৷
সিজেডটিআই-এর প্রধান তদন্তকারী দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "600তম জিআরবি শনাক্তকরণটি ক্যাডমিয়াম জিংক টেলুরাইড ইমেজার (সিজেডটিআই)-এর উৎক্ষেপণের আট বছর পরে নিরবচ্ছিন্ন কর্মক্ষমতার একটি দুর্দান্ত প্রদর্শনী ।"
মিনি বিগ-ব্যাং-এর মতোই, জিআরবি হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ, যা সূর্য তার সমগ্র জীবনকালে যতটা শক্তি নির্গত করবে তার থেকে বেশি শক্তি নির্গত করে এক সেকেন্ডে ৷ আইআইটি বম্বের পিএইচ.ডি ছাত্র গৌরব ওয়ারাটকার সংবাদসংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন ৷ অ্যাস্ট্রোস্যাটের সঙ্গে সিআরবি গবেষণায় নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ জিআরবি এক সেকেন্ডের ভগ্নাংশ থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়, এবং একটি ব্ল্যাক হোলের জন্মের সঙ্গে থাকে ।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) 2015 সালে অ্যাস্ট্রোস্যাটের উৎক্ষেপণ করে, যা পাঁচ বছর কাজ করবে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল ৷ কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণের জন্য এটি এখনও ভালো অবস্থাতেই কাজ করছে ৷ স্যাটেলাইটটি ভারতের প্রথম ডেডিকেটেড মাল্টি-ওয়েভলেংথ স্পেস অবজারভেটরি, যা অতিবেগুনী থেকে এক্স-রে পর্যন্ত বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য জুড়ে মহাকাশীয় বস্তুগুলিকে একইসঙ্গে পর্যবেক্ষণের জন্য পেলোডের স্যুট দিয়ে সজ্জিত ।