বেঙ্গালুরু, 19 সেপ্টেম্বর: পৃথিবীর চারদিকে ঘোরার পালা শেষ ৷ এবার এল-1 পয়েন্টের পথে রওনা দিল আদিত্য এল-1 ৷ আজ, 19 সেপ্টেম্বর ভোররাতে ইসরো সামাজিক মাধ্যম এক্স (টুইটারে) এই কথা জানিয়েছে ৷ 2 সেপ্টেম্বর সূর্যাভিযানের জন্য ভারতের প্রথম মহাকাশযান আদিত্য এল-1-কে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ৷
এদিন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এক্সে জানায়, "পৃথিবী ও সূর্যের দিকে এগিয়ে গিয়েছে আদিত্য এল-1 ! ট্রান্স-ল্যাগরানজিয়ান পয়েন্ট 1-এ মহাকাশযানটিকে সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে ৷ মহাকাশযানটি এবার সেই পথেই রয়েছে, যা তাকে সূর্য-পৃথিবীর এল1 পয়েন্টে নিয়ে যাবে ৷ 110 দিন পর আদিত্য এল-1-কে এল-1 পয়েন্টের চারদিকে একটি কক্ষপথে স্থাপন করা হবে ৷"
এই নিয়ে পরপর পাঁচবার আদিত্য এল-1-এর কক্ষপথ পরিবর্তন করল ইসরো ৷ প্রত্যেকবারই তা সফল হয়েছে ৷ পৃথিবী থেকে 15 লক্ষ (1.5 মিলিয়ন) কিমি দূরত্বে অবস্থিত এল-1 পয়েন্টে থেকে সূর্য বিষয়ে নানারকম গবেষণা করলে আদিত্য় এল-1 ৷ তবে এই দূরত্ব পৃথিবীর থেকে সূর্যের ব্যবধানের এক শতাংশ মাত্র ৷