বেঙ্গালুরু, 5 সেপ্টেম্বর: দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করল আদিত্য-এল1 ৷ মঙ্গলবার ভারতীয় সময় ভোর 3টে নাগাদ ইসরো এক্সে (টুইটারে) বিষয়টি জানিয়েছে ৷ দেশের মহাকাশ গবেষণা ইসরো সংস্থা লিখেছে, পৃথিবীকে কেন্দ্র করে দ্বিতীয় কক্ষপথ ইবিএন#2-তে স্থাপন করা হয়েছে আদিত্য-এল1 মহাকাশযানকে ৷
ইসরো টেলেমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক বা আইএসটিআরএসি সফলভাবে কাজটি সম্পন্ন করেছে ৷ নতুন এই কক্ষপথের ক্ষেত্রটির পরিধি 282 km x 40225 কিমি ৷ আগামী 10 সেপ্টেম্বর রাত আড়াইটের সময় তৃতীয় কক্ষপথ ইবিএন#3-তে স্থাপন করা হবে আদিত্য এল-1কে ৷
2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল 11.50 মিনিটে সূর্যের পথে রওনা দেয় আদিত্য-এল1 ৷ আগামী 4 মাস দীর্ঘ পথ অতিক্রম করে সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরানজিয়ান পয়েন্ট এল-1 পয়েন্টে পৌঁছবে এই মহাকাশযান ৷ এই পয়েন্টে পৃথিবী ও সূর্য একে অপরের আকর্ষণ বলকে প্রশমিত করে ৷ তাই এখানে ভাসমান অবস্থায় থাকতে পারবে সূর্য পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য এল1 ৷ এল-1 পয়েন্টের কাছে হ্যালো অরবিটে ঘুরবে প্রথম সৌর-মহাকাশযানটি ৷ পৃথিবী থেকে এই এল-1 পয়েন্টের দূরত্ব 15 লক্ষ কিলোমিটার ৷ ইসরো সূত্রে জানা গিয়েছে, এই এল-1 পয়েন্টে থেকে আদিত্য এল-1 মহাকাশযানটি কোনও বাধা ছাড়া সরাসরি সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে ৷ গ্রহণ হলেও তার প্রভাব পড়বে না ৷