শ্রীহরিকোটা, 14 ফেব্রুয়ারি : মহাকাশে নতুন বছরের প্রথম স্যাটেলাইট পাঠাল দেশ ৷ 25 ঘণ্টার কাউন্টডাউন শেষে আজ ইওএস-04 স্যাটেলাইট-সহ আরও দু'টি ছোট উপগ্রহ নিয়ে পিএসএলভি সি-52 রওনা দিল মহাকাশে ৷ অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভোর 5.59 মিনিটে 'পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল' উৎক্ষেপণ করা হয় (ISRO successfully launches PSLV-C52 in Satish Dhawan Space Centre Andhra Pradesh) ৷
এরপর ইসরো একটি টুইট করে জানিয়েছে, "14 ফেব্রুয়ারি, 2022, শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এসএইচএআর থেকে ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি52 (Polar Satellite Launch Vehicle PSLV-C52) উৎক্ষেপণ করা হয়েছে ৷ এটি সকাল 6.17 মিনিটে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট ইওএস-04-কে সান সিনক্রোনাস পোলার অরবিটের 529 কিমি দূরত্বে ছেড়ে দিয়েছে ৷"
আরও পড়ুন : Space Mission of ISRO : 2030 সালের মধ্যে স্পেস স্টেশন গড়ে ফেলবে ভারত, রাজ্যসভায় জানাল কেন্দ্র
ইওএস-04 10 বছর মহাকাশে থাকবে ৷ এটা রেডার ইমেজিং স্যাটেলাইট (Radar Imaging Satellite) ৷ কৃষিকাজ, বন, চারারোপণ, মাটির আর্দ্রতা এবং হাইড্রোলজি, বন্যার এলাকা চিহ্নিতকরণে সাহায্যে এই স্যাটেলাইটটি যে কোনও আবহাওয়ায় উচ্চমানের ছবি পাঠাবে ৷ এছাড়া সহযাত্রী হিসেবে দু'টি ছোট উপগ্রহ আইএনএসপিআইআরএসএটি-1 (INSPIREsat-1) এবং আইএনএস-2টিডি (INS-2TD) গিয়েছে মহাকাশে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi congratulate space scientists over PSLV C52 mission) মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, " পিএসএলভি সি 52-র সফল উৎক্ষেপণের জন্য আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন ৷ ইওএস-04 স্যাটেলাইট যে কোনও আবহাওয়ায় আরও উন্নত রেজোলিউশনের ছবি পাঠাবে ৷ এতে চাষবাস, বন এবং গাছরোপণ, মাটির আর্দ্রতা, হাইড্রোলজি, বন্যার ক্ষেত্রে সুবিধে হবে ৷"