পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aditya L1: সাতসকালে সুখবর দিল ইসরো, সূর্যের দিকে আরও এক ধাপ এগোল আদিত্য এল1 - Aditya L1

ISRO Tweets on Aditya L1: সূর্যকে অধ্যয়নের জন্য ভারতের প্রথম মহাকাশ-ভিত্তিক মিশন আদিত্য এল1 মহাকাশযান রবিবার ভোররাতে তার তৃতীয় পৃথিবী-বাউন্ড ম্যানিউভর সফলভাবে সম্পন্ন করেছে বলে জানাল ইসরো ৷

Aditya L1
আদিত্যএল1

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 10:22 AM IST

বেঙ্গালুরু, 10 সেপ্টেম্বর: সূর্য নিয়ে গবেষণায় আরও একটা ধাপ সফল ভাবে পেরলো ভারতের প্রথম মহাকাশ-ভিত্তিক সৌর মিশন আদিত্য এল 1 ৷ রবিবার ভোরে তার তৃতীয় আর্থ বাউন্ড ম্য৷নিউভার সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছে ইসরো । মহাকাশ সংস্থার টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) এই অভিযান চালায় ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা টুইটে লিখেছে, "তৃতীয় আর্থ-বাউন্ড ম্যানইউভর (ইবিএন#3) ISTRAC, বেঙ্গালুরু থেকে সফলভাবে সম্পাদিত হয় । মরিশাস, বেঙ্গালুরু, এসজডিএসসি-এসএইচআর এবং পোর্ট ব্লেয়ারে ইসরোর-এর গ্রাউন্ড স্টেশনগুলি এই অপারেশনের সময় স্যাটেলাইটটিকে ট্র্যাক করেছে ৷"

ইসরো আরও জানিয়েছে যে, আদিত্য এল1-এর অর্জিত নতুন কক্ষপথ হল 296 কিমি x 71767কিমি ৷ পরবর্তী ম্যানিইউভর সম্পন্ন করার জন্য 15 সেপ্টেম্বর রাত 2 টোর দিকে সময় নির্ধারিত হয়েছে । আদিত্য-এল 1 হল প্রথম ভারতীয় মহাকাশ-ভিত্তিক আবজারভেটরি, যা প্রথম সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দু (এল1)-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথ থেকে সূর্যকে অধ্যয়ন করবে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিমি দূরে অবস্থিত।

আরও পড়ুন:সেলফি তুলে পাঠাল আদিত্য এল1, ক্যামেরাবন্দি করেছে পৃথিবী-চাঁদের ছবিও

প্রথম এবং দ্বিতীয় পৃথিবী-বাউন্ড ম্যানইউভরগুলি যথাক্রমে 3 এবং 5 সেপ্টেম্বর সফলভাবে সম্পাদিত হয়েছিল । মহাকাশযানটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল1- এর দিকে স্থানান্তর কক্ষপথে স্থাপন করার আগে আরও একটি পৃথিবী-বাউন্ড অরবিটাল কৌশলের মধ্য দিয়ে যাবে। পৃথিবীর চারপাশে মহাকাশযানের 16 দিনের যাত্রার সময় কৌশলগুলি সম্পাদক করা প্রয়োজন, এই সময় এটি এল 1-এ তার অগ্রবর্তী যাত্রার জন্য প্রয়োজনীয় বেগ অর্জন করবে ।

ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি-,সি57) 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আদিত্য-এল1 সফলভাবে উৎক্ষেপণ করেছিল । এরপর একের পর এক ধাপ পেরিয়ে সূর্যের কাছে এগিয়ো চলেছে এই মহাকাশযান ৷ মহাকাশ থেকে সেলফি তুলেও পাঠিয়েছে আদিত্য এল1 ৷ (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details