শ্রীহরিকোটা, 31 ডিসেম্বর: নতুন বছরের প্রথম দিনেই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ আগামিকাল, 1 জানুয়ারি সকাল 9.10 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট উৎক্ষেপণ করা হবে ৷
ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো সোশাল মিডিয়ায় জানিয়েছে, "2024 সালের 1 জানুয়ারি ভারতীয় সময় 9.10 মিনিটে শ্রীহরিকোটায় এসডিএসসি-এসএইচএআর থেকে এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট উৎক্ষেপণ করা হবে ৷" এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করবে বলে জানা গিয়েছে ৷ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি58 এই কৃত্রিম উপগ্রহটি নিয়ে রওনা দেবে ৷ ইতিমধ্যে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স স্পেস এজেন্সি বা নাসা 2021 সালে এইরকম একটি অভিযান চালিয়েছে ৷
2023 সাল মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ৷ 23 অগস্ট সন্ধ্যা 6টায় চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফল সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ এই ঘটনায় ইতিহাস রচনা করে ইসরো তথা ভারত ৷ এর আগে আমেরিকা, চিন ও রাশিয়া চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে সফল হয়েছে ৷ তবে ভারতই প্রথম দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করল ৷ এরপর অক্টোবরে ইসরো পরীক্ষামূলকভাবে গগনযান পাঠায় মহাকাশে ৷ ভারত মহাকাশে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ৷ গগনযান পাঠানোর মাধ্যমে তারই মহড়া হল বলাই যায় ৷
এদিকে সেপ্টেম্বর মাসেই সূর্যাভিযানে আদিত্য এল-1 রওনা দিয়েছে ৷ সূর্যের গবেষণা করবে আদিত্য এল-1 ৷ ইসরো সূত্রে জানা গিয়েছে, আগামী 6 জানুয়ারি এটি ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে ৷ এই পয়েন্টটি সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থিত ৷ পৃথিবী থেকে এর দূরত্ব 15 লক্ষ কিলোমিটার ৷ এই পয়েন্টে অবস্থান করে আদিত্য-এল 1 সূর্যকে নিয়ে গবেষণা করতে পারবে ৷
আরও পড়ুন:
- গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
- চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার, ভিডিয়ো প্রকাশ ইসরোর
- সূর্যের প্রথম পূর্ণ ডিস্ক ছবি পাঠালো আদিত্য-এল 1, পোস্ট করে তার বিবরণ দিল ইসরো