নয়াদিল্লি, 16 অক্টোবর: চন্দ্রযান-3 ও সৌরযান আদিত্য-এল1 এর অভিযানের পর এবার 'গগনযান' প্রকল্প নিয়ে এগোতে শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ৷ সোমবার ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী 21 অক্টোবর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গগনযানের উৎক্ষেপণ পরীক্ষা করা হবে ৷ এদিন ইসরোর এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "আগামী 21 অক্টোবর সকাল 7টা থেকে 9টার মধ্যে টিভি-ডি1 য়ের উড়ান পরীক্ষা করা হবে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ৷" মহাকাশে নভশ্চর পাঠানোর প্রকল্প হল ইসরোর 'গগনযান' ৷
ইসরোর পরিকল্পনা অনুযায়ী, 'গগনযান' অভিযানের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে 400 কিমি দূরত্বে মহাকাশচারীকে নিয়ে একটি রকেট পাঠানো হবে, পরে সেটি আবার নিরাপদে ভারত মহাসাগরের জলে অবতরণ করবে ৷ আগামী বছর ভারতের এই 'গগনযান'কে মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর ৷ তার আগে এই পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশযানটির ক্রিউ মডিউলটির কার্যকারিতা দেখে নিতে চাইছে ইসরো, কারণ এই ক্রিউ মডিউলেই থাকবেন মহাকাশচারী ৷
এর আগে ইসরো জানিয়েছিল, ইতিমধ্যেই তারা গগনযান প্রকল্পের উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ যার অংশ হিসেবে কোনও মহাকাশ অভিযাত্রী ছাড়াই শীঘ্রই ক্রিউ মডিউলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে ৷ সোমবার সেই উৎক্ষেপণের দিন ও সময় ঘোষণা করল ইসরো ৷ গগনযানের এই ক্রিউ মডিউলে একটি ক্রিউ এসকেপ সিস্টেম বা সিএসএস থাকছে, যেখানে এই অভিযানের চূড়ান্ত উৎক্ষেপণের সময় মহাকাশযাত্রীকে কৃত্রিমভাবে পৃথিবীর বায়ু মণ্ডলীয় চাপযুক্ত পরিবেশে রাখা হবে ৷
আরও পড়ুন: 'চন্দ্রযান 3-এর সাফল্যের পর ভারতের মহাকাশ প্রযুক্তি জানতে আগ্রহী মার্কিন বিশেষজ্ঞরা'
ইসরো সূত্রে আরও জানা গিয়েছে, এই পরীক্ষামূলক উৎক্ষেপণে অবশ্য ক্রিউ মডিউলটির চাপহীন (আনপ্রেসারাইজড) মডেলটিই রাখা হবে ৷ উৎক্ষেপণস্থলে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই এই মডিউলটি তৈরি হয়ে গিয়েছে ৷ আসল গগনযানের মতোই আকার ও ভার বহন করবে এই পরীক্ষামূলক মহাকাশযানটি ৷ এই পরীক্ষামূলক উৎক্ষেপণেও থাকছে প্যারাস্যুট, রিকভারি এইডস ও একচুরেশন সিস্টেম ৷ উৎক্ষেপণের পর যাবতীয় তথ্য পরীক্ষা ও অন্যান্য যন্ত্রগুলির কার্যকলাপ সম্বন্ধীয় তথ্য রেকর্ড করবে এই ক্রিউ মডিউলটি ৷